২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

টসে হেরে ব্যাটিংয়ে কোহলির ভারত

- Advertisement -

ওভালে ইংল্যান্ড-ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের ৪র্থ টেস্টে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মেঘাচ্ছন্ন কন্ডিশন আর সবুজ ঘাসে ছাওয়া উইকেটের সুবিধা নিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন রুট।

ইংল্যান্ড একাদশে এসেছে দুইটি পরিবর্তন; জস বাটলারের জায়গায় নেয়া হয়েছে ওলি পোপকে এবং স্যাম কারেনের স্থলাভিষিক্ত হয়ে ইনজুরি কাঁটিয়ে দলে ফিরেছেন ক্রিস ওকস।

ভারতীয় একাদশেও এসেছে দুইটি পরিবর্তন; দুই পেসার মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মার বদলি হিসেবে দলে ঢুকেছেন শার্দুল ঠাকুর এবং উমেশ যাদব। গত ম্যাচের পর সংবাদ সম্মেলনেও পেসারদের বিশ্রাম দেয়ার কথা বলেছিলেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। এই টেস্টেও একাদশে জায়গা হয়নি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের।

সিরিজে বর্তমানে রয়েছে ১-১ সমতা; বিরাজ করছে তুমুল উত্তেজনা। নটিংহ্যামে বৃষ্টির কারণে ড্র হওয়ার পর লর্ডস টেস্টটি ১৫১ রানের বড় ব্যবধানে জিতে নেয় ভারত। হেডিংলিতে ভারতকে ইনিংস ও ৭৬ রানে হারিয়ে পাল্টা জবাব দিয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ড একাদশঃ রোরি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালান, জো রুট (অধিনায়ক), ওলি পোপ, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মইন আলি,  ক্রিস ওকস, ক্রেগ ওভারটন, অলি রবিনসন এবং জেমস অ্যান্ডারসন।

ভারত একাদশঃ লোকেশ রাহুল, রোহিত শর্মা,  চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রিশভ পান্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img