২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

টাইগারদের ‘পৌষ মাস’, কিউইদের ‘সর্বনাশ’

- Advertisement -

উপমহাদেশের কোনো দল গত ১১ বছরে যা পারেনি, তাই করে দেখিয়েছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডেই! কিউইদের এই লজ্জাজনক হার মেনে নিতে কষ্ট হচ্ছে কিউই  অধিনায়ক টম ল্যাথামের। নিজেদের কন্ডিশনে ব্যাটে-বলে যা করে দেখাতে পারেনি কিউইরা, টাইগাররা সেটা করেছে সাফল্যের সাথে। তাই, বাংলাদেশকে কৃতিত্ব দিতেও ভুল করেননি ল্যাথাম। পরের ম্যাচে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড।

“এটি আমাদের জন্য খুবই বেদনাদায়ক। তারা যেভাবে এই পাঁচ দিন খেলেছে, তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের। এই জয়টা তাদের প্রাপ্য ছিলো”- বলছিলেন ল্যাথাম   

হতাশ কিউই দলপতি

নিজেদের ঘরের মাঠের চেনা কন্ডিশন কাজে লাগাতে পারেনি টম ল্যাথামের দল। তাই আক্ষেপ নিয়েই তিনি বলেন, “আমরা জানতাম এটা কেমন হবে। দুর্ভাগ্যবশত, আমরা কিছুই করতে পারিনি। প্রথম ইনিংসে যদি আমরা ৪৫০ করতে পারতাম, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো।” 

“তিনটি ক্ষেত্রেই আমরা ব্যর্থ হয়েছি। বাংলাদেশ আমাদের দেখিয়ে দিয়েছে, কীভাবে উইকেটের সুবিধা কাজে লাগাতে হয়। তারা পার্টনারশিপ তৈরি করতে সক্ষম হয়েছে, উভয় প্রান্ত থেকে আঁটসাঁট বোলিং করেছে এবং প্রচুর চাপ প্রয়োগ করতেও সক্ষম হয়েছে। আমরা পুরোপুরি সেটা করতে পারিনি”- আরও যোগ করেন

তবে প্রথম টেস্টের শোচনীয় পরাজয় ভুলে এবং বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চান ল্যাথাম, “কয়েকদিনের মধ্যে আমাদের ক্রাইস্টচার্চে যেতে হবে। আশা করি, আমরা বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিয়ে পরের টেস্টে ভালো পারফরম্যান্স করতে পারবো”   

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img