২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা বৃহস্পতিবার

- Advertisement -

বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সময় দুপুর ১২টায় দল ঘোষণা করা হবে। বুধবার এ কথা নিশ্চিত করেছে বিসিবি।

সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আইসিসির নিয়ামনুযায়ী দলগুলোকে ১০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে। ১৫ জনের স্কোয়াডের পাশাপাশি তিনজন স্ট্যান্ডবাই ক্রিকেটার দলের সঙ্গে রাখতে পারবে দলগুলো।

ছবিঃ বিসিবি
ছবিঃ বিসিবি

বাংলাদেশ এখন ব্যস্ত নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে। বুধবার ৬ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। ফলে দল নির্বাচনে স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজের পারফর্ম্যান্স বিবেচিত হবে।

অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমানে অনুষ্ঠিত হবে প্রথম পর্ব, প্রথম পর্বে দুই গ্রুপের সেরা চারদল সংযুক্ত আরব আমিরাতে খেলবে সুপার টুয়েলভ পর্ব। প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং স্বাগতিক ওমান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img