১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়াতে?

- Advertisement -

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে শোচনীয়ভাবে হারতে হয়েছিলো ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ বাংলাদেশকে। নিজেদের ফিরে পাবার লড়াইয়ে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের ব্যাসেটেরেতে কানাডার মুখোমুখি হয়ে টাইগার যুবারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে হেরে গ্রুপ এ-এর তলানিতে রয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর ব্যাটাররা কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হয়। বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৭ রানে, ইংলিশরা পায় সাত উইকেটের বিশাল জয়। অপরদিকে, ইংল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরেও এখনও তালিকার তিনে অবস্থান করছে কানাডা। টাইগারদের প্রধান কোচ নাভিদ নেওয়াজ প্রথম খেলা থেকে ব্যাটিংয়ে ভুলগুলো শুধরে নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

দুই ম্যাচে ২ জয় নিয়ে গ্রুপ- এ তে শীর্ষস্থানে রয়েছে ইংল্যান্ড এবং এক ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img