৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

টিকে থাকার লড়াইয়ে রাত আটটায় মাঠে নামবে মুস্তাফিজের রাজস্থান

- Advertisement -

১০ ম্যাচ খেলে জয় চারটিতে, হার ছয়টিতেই! মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়েলস আইপিএল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়। অবশিষ্ট চারটি ম্যাচের প্রতিটিতেই জয়ের নেই কোনো বিকল্প; হারলেই ছিটকে পড়ার শঙ্কাটা যাবে বেড়ে। নিজেদের টিকে থাকার লড়াইয়ে রাত আটটায় ভিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ফিজরা; যেকোনো মূল্যেই নিশ্চিত করতে চায় জয়।

ভালো খেলেও শেষ দুইটি ম্যাচেই মেনে নিতে হয়েছে পরাজয়

সর্বশেষ ম্যাচে সানজু স্যামসনের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও পয়েন্টস টেবিলের তলানীতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে হেরে কিছুটা পিছিয়ে রাজস্থান। ফিজের দল হেরেছে দিল্লীর সাথে ম্যাচেও। টানা দুই ম্যাচে হেরে আত্মবিশ্বাসটাই শুধু নড়বড়ে হয়নি রয়েলসের, সেইসাথে দেখা দিয়েছে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার শঙ্কা। সময়টা কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্ট ক্রিস মরিসের কথাতেই।

“এটা ভীষণ সংকটের সময়। আমাদের দলগতভাবে দুর্দান্ত কিছু পারফরম্যান্স করতে হবে  প্লে অফে জায়গা করে নিতে। জয়টা খুব গুরুত্বপূর্ণ”- ম্যাচের পূর্বে ক্রিস মরিস

ছবিটার মতোই উড়ছে কোহলির আরসিবি

অন্যদিকে পয়েন্টস টেবিলের তৃতীয় অবস্থানে থাকা ব্যাঙ্গালুরুর সামনে প্লে অফে নিজেদের জায়গা সুনিশ্চিত করার সুবর্ণ সুযোগ। দশ ম্যাচের ছয়টিতেই জিতেছে কোহলির দল; সর্বশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এসেছে ৫৪ রানের বড় জয়।  হার্শাল প্যাটেলের হ্যাটট্রিক, টি-টোয়েন্টি ক্রিকেটে ভিরাট কোহলির দশ হাজার রান পূর্ণ হওয়া, গ্লেন ম্যাক্সওয়েলের রানে ফেরা, স্পিনারদের জ্বলে ওঠা সবই এসেছে গত ম্যাচে। তাই বেশ ফুরফুরে মেজাজেই আছে কোহলিরা তা বোঝাই যায়।

রাত আটটায় শুরু হবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং রাজস্থান রয়েলসের মধ্যকার ম্যাচটি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img