২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

- Advertisement -

আইসিসি মঙ্গলবার, ১৭ আগস্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের ফিক্সচার ঘোষণা করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর থেকে; দুবাইয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের সাথে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। বিশ্বকাপে যাবার আগে দল নিয়ে, নিজেদের লক্ষ্য, দলের ভারসাম্য, সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

“টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিটা দলের জন্যই গুরুত্বপুর্ণ একটা আসর। এরকম একটা আসরে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে খেলতে চাই। দল হিসেবে গত কয়েকটা সিরিজে আমরা ভাল খেলেছি। আমাদের দলে বেশ কিছু দুর্দান্ত অলরাউন্ডার আছেন, যারা ব্যাট এবং বল হাতে দলের জয়ে পার্থক্য গড়ে দিতে সক্ষম। পেসাররা দারুণ ফর্মে আছে, স্পিনাররাও পিছিয়ে নেই। বিশ্বকাপে দারুণ কিছু আশা করছি। সাম্প্রতিক সময়ে আমাদের পারফরম্যান্স বিশ্বকাপে দলকে ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগাবে”

রিয়াদ আরও বলেছেন, “আমাদের দলে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আছে, যে আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়ারও। মুশি আর ফিজও দলের গুরুত্বপূর্ণ সদস্য। আফিফ, শামিম, সোহানদের মতো তরুণরাও মুখিয়ে আছে ভাল কিছু করতে”

 

আইসিসি প্রকাশিত বিশ্বকাপ টি-টোয়েন্টির ফিক্সচার:

 

ছবি: আইসিসি

প্রথম পর্ব:

গ্রুপ-এ: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া।                                                      গ্রুপ-বি: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান।

১৭ অক্টোবর স্থানীয় সময় দুপুর ২ টায় ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচটির মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। একই দিন সন্ধ্যায় গ্রুপ ‘বি’ এর অন্য দুই দল বাংলাদেশ এবং স্কটল্যান্ড মাঠে নামবে। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে থাকা দলগুলো হলো শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। তারা পরেরদিন আবুধাবিতে খেলবে।  প্রতি গ্রুপ থেকে দুটি করে দল কোয়ালিফাই করবে চুড়ান্ত পর্বে, যেখানে তারা যোগ দেবে টি-টোয়েন্টিতে র্যাংকিংয়ের সেরা আট দলের সাথে। প্রথম রাউন্ডের খেলা চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

ছবি: আইসিসি

সুপার ১২:

 গ্রুপ-১: অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, প্রথম রাউন্ডের দুই দল।                   গ্রুপ-২: ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড, প্রথম রাউন্ডের দুই দল।

টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড সুপার ১২ এর প্রথম খেলায় আবুধাবিতে ২৩ অক্টোবর মাঠে নামবে ‘গ্রুপ-১’ এর দুই দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। একইদিন সন্ধ্যায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। বিশ্বকাপের সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা ‘গ্রুপ-২’ এর ভারত-পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে পরদিন ২৪ অক্টোবর, দুবাইয়ে।  ৩০ অক্টোবর ‘গ্রুপ-১’ এর খেলায় মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। সুপার ১২ এর খেলা শেষ হবে ৮ নভেম্বর।

ছবি: আইসিসি

সেমিফাইনাল:

প্রথম সেমিফাইনাল আবুধাবিতে অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়; দ্বিতীয় সেমিফাইনাল ১১ নভেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনালের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে।

ছবি: আইসিসি

ফাইনাল:

১৪ নভেম্বর রবিবার স্থানীয় সময় ৬টায় দুবাইয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। সোমবার রাখা হয়েছে রিজার্ভ ডে।

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img