ঘোষণা করা হয়েছে ২০২১ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানির তালিকা। বিশ্বকাপে শিরোপাজয়ী দলের জন্য ১৬ লক্ষ মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। রানার্স-আপ দল পাবে এর অর্ধেক, অর্থাৎ ৮ লক্ষ ডলার।
ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে যে দুটি দলকে তারা হারাবে, সেই পরাজিত দল দুটি পাবে ৪ লক্ষ ডলার করে।
এছাড়াও প্রথম রাউন্ড, সুপার ১২- সব মিলিয়ে প্রায় ৫৬ লক্ষ ডলারের বাজেট নির্ধারণ করা আছে যা শুধুমাত্র এই টুর্নামেন্টের ১৬টি দলের প্রাইজমানির খাতেই ব্যয় হবে।
সুপার ১২ রাউন্ডের প্রতিটি জয়ের জন্য সাধারণ ম্যাচ ফি’র বাইরে ‘বোনাস’ও পাবে দলগুলো। এই নিয়ম অবশ্য ২০১৬ বিশ্বকাপেও ছিল। এমনিতে ৩০টি ম্যাচের প্রতিটি ম্যাচে জয়ী দলের জন্য পুরষ্কার ৪০ হাজার ডলার করে।
সুপার ১২ থেকে যে আটটি দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হবে, প্রত্যেক দল পাবে ৭০ হাজার ডলার করে।
সুপার ১২ এ ওঠার লড়াইয়ে প্রথম রাউন্ডে যে ৮টি দল লড়বে, তারাও প্রতিটি জয়ের জন্য পাবে ৪০ হাজার ডলার করে।
১৭ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপের প্রথম রাউন্ড। সেখানে গ্রুপ ১ এ রয়েছে শ্রীলঙ্কা, নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড এবং গ্রুপ ২ এ রয়েছে বাংলাদেশ, ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। সুপার টুয়েলভের গ্রুপ ১ এর জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও গ্রুপ ২ এর জন্য ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান চুড়ান্ত হয়েছে। প্রথম রাউন্ডের দুই গ্রুপ থেকে চারটি দল তাদের সাথে যুক্ত হবে।