স্বপ্নের মতো এক টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটাচ্ছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। চার ম্যাচেই জিতেছে পাকিস্তান, বাবর খেলেছেন যথাক্রমে ৬৮, ৯, ৫১ ও ৭০ রানের ইনিংস। ৪ ম্যাচে ৬৬ গড় ও ১২৪.৫২ স্ট্রাইক রেটে ১৯৮ রান করেছেন বাবর। রান সংগ্রাহকদের তালিকায় যদিও আছেন তিন নম্বরে, তবে এই ফর্মের পুরস্কারস্বরূপ একটি তালিকায় ঠিকই শীর্ষে উঠে গেছেন বাবর। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ডেভিড মালানকে সরিয়ে এক নম্বর ব্যাটসম্যান এখন বাবর আজম। তাঁর সতীর্থ মোহাম্মদ রিজওয়ান আছেন চার নম্বরে।
অপরদিকে টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থানেও অধিষ্ঠিত হয়েছেন নতুন একজন বোলার। দল বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেলেও নিজের বোলিং নৈপুণ্যে লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা উঠে এসেছেন এক নম্বরে। আরেক রিস্ট স্পিনার সাউথ আফ্রিকার তাবরেইজ শামসিকে পেছনে ফেলেছেন তিনি।
Wanindu Hasaranga is the new Number 1 raked played in ICC T20I Bowlers rankings.
A massive achievement for the 24-year old Sri Lankan leg-spinner. He has taken 34 wickets this year, the highest this year and also has 14 wickets in 7 games in the World Cup. pic.twitter.com/xP0xDMyvwo— champika fernando (@champikafernand) November 3, 2021
সাউথ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা।