সাদা পোশাকের ক্রিকেট থেকে সীমিত ওভারের ম্যাচ, বদলেছে ফরম্যাট, বদলেছে এপ্রোচ; তবে মাঠে আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। মিরপুরে একমাত্র টি-টোয়েন্টিতে ৩০ রানে জয় পেয়েছে সাইফ হাসানে দল।
দিনের শুরুটা অবশ্য ছিল আয়াল্যান্ডে উলভসের পক্ষে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক হ্যারি টেক্টর। প্রথম ওভারেই ইমার্জিং টাইগাররা হারায় আনিসুল ইসলামের উইকেট, ইনিংস বড় করতে পারেননি মাহমুদুল হাসান জয়, দুই অংকের রান স্পর্শের আগেই ফিরেছেন প্যাভিলিয়নে। পাওয়ারপ্লের ছয় ওভারে বাংলাদেশ তোলে ২ উইকেটে ৩৪।
শুরুর ধাক্কা পরবর্তীতে সামলেছেন সাইফ হাসান এবং তৌহিদ হৃদয়। তৌহিদের ফিফটির সঙ্গে অধিনায়কের দারুণ সাপোর্ট, শেষদিকে শামীম পাটোয়ারীর ক্যামিও। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে বাংলাদেশের রান ১৮৪।
বাংলাদেশ প্রথম উইকেট হিসেবে গ্যারেথ ডেলানির বলে ব্যক্তিগত শূন্য রানে ফিরেছিলেন আনিসুল ইসলাম। গ্যারেথ ডেনানিও আইরিশদের প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিরেছেন প্যাভিলিয়নে, শূন্য রানে, ক্যাচ ধরেছেন সেই আনিসুল ইসলাম। ছোট ছোট ইনিংসে আয়ারল্যান্ড উলভস ভীত গড়ার চেষ্টা করেছে, তবে কাজের কাজ হয়নি। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন সুমন খান। তানভির ইসলাম এবং আমিনুল ইসলাম দুজনই নিয়েছেন সমান দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ইমার্জিং দল: ১৮৪/৭ (সাইফ ৪৮, হৃদয় ৫৮, শামীম ২৮, চেইস ৪-০-৩৬-২, গেটকেক ১-০-১৪-১)।
আয়ারল্যান্ড উলভস: ১৫৪ (১৮.১ ওভার), (ডোহেনি ২৯, টেক্টর ২২, টাকার ৩৮, গেটকেক ২৬*; সুমন ৩.১-০-২৮-৪, তানভির ৪-০-৩২-২, শামীম ৩-০-২৮-১, আমিনুল ৪-০-৩৭-২, সাইফ ১-০-৯-১)।