খেলোয়াড়ি জীবনে নিজে নিয়মিতভাবে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে বোলিংয়ে করতেন। সম্প্রতি পাকিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন ‘ওয়াইল্ড থিং’ খ্যাত সাবেক অস্ট্রেলিয়ান পেস বোলার শন টেইট। ‘মেন ইন গ্রিন’দের কোচ হিসেবে পেস বোলারদের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেই জানিয়েছেন তিনি। বিশেষ করে তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে আলাদাভাবে কাজ করতে চান টেইট।
“শাহীন যখন পুরোপুরি ফিট থাকে এবং তার সমস্ত দক্ষতা কাজে লাগিয়ে বোলিং অ্যাকশনে যায়, তখন তাকে দেখে অন্যতম একজন বিধ্বংসী বোলার মনে হয়। আমি তাকে ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করব”-বলছিলেন টেইট

শন টেইটের মতে, আগ্রাসী মনোভাবই হলো পেস বোলারদের মূল সৌন্দর্য। সাবেক এই ডানহাতি পেসার নিজের ক্যারিয়ারেও সবচেয়ে আগ্রাসী এবং আক্রমণাত্মক ফাস্ট বোলার হিসেবে পরিচিত ছিলেন। তাই কোচ হিসেবে পাকিস্তানি পেসারদেরকেও সেভাবেই প্রস্তুত করতে চান। এ প্রসঙ্গে টেইট বলেন, “আমি নিজে আক্রমণাত্মক বোলিং করতাম। পাকিস্তানি বোলারদের মধ্যেও আমি একই রকম প্যাশন এবং আগ্রাসন দেখতে চাই।”
এছাড়াও পাকিস্তানের কোচিং প্যানেলে যোগ দেয়া প্রসঙ্গে টেইট জানান, “আমি খেলার সাথে সংযুক্ত থাকতে এবং অন্যান্য ক্রিকেটারদের সাহায্য করার মানসিকতা নিয়ে অবসরের পর কোচিংয়ে যোগ দিয়েছিলাম।”