১৫ মার্চ ২০২৫, শনিবার

টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন কোহলি

- Advertisement -

সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও ব্যাটার ভিরাট কোহলি এখনও রয়েছেন আগের মতোই আগ্রাসী। কোহলি মানেই যেন রেকর্ডের ফুলঝুরি! বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান প্রথম ওয়ানডেতে তিনি ছাড়িয়ে গেলেন ক্রিকেটের মহাতারকা শচীন টেন্ডুলকারকেও। ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে বিদেশের মাটিতে ১০৪ ইনিংসে সর্বোচ্চ ৫১০৭* রানের মালিক এখন ‘কিং কোহলি’।

পার্লে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে কোহলির প্রয়োজন ছিল মোটে ৯ রান। সাউথ আফ্রিকার দেয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পনেরোতম ওভারে লুঙ্গি এনগিডির বলে ফ্লিক করে এক রান নিয়েই কোহলি বনে গেলেন দেশের বাইরে ওয়ানডে ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক। অ্যাওয়ে সিরিজে ১৪৭ ইনিংসে ৫০৬৫ রান করা টেন্ডুলকারের রেকর্ড ছুঁতে ভিরাট কোহলির লেগেছে মাত্র ১০৪ ইনিংস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ভারতের সংগ্রহ ৩১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান। তাবরাইজ শামসির বলে ৬৩ বলে ৫১ রান করে সাজঘরে ফিরে গেছেন ভিরাট কোহলি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img