৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

‘টেপ টেনিস’ ক্রিকেট থেকে জাতীয় দলে রাজা!

- Advertisement -

‘রেজাউর রহমান রাজা’ নামটা অনেকের কাছেই অপরিচিত। তবে, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন দুই মৌসুম ধরেই, তারই প্রেক্ষিতে জাতীয় দলে ডাক পেয়েছেন এই পেসার। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একাদশেও থাকতে পারেন। তার আগে শোনালেন টেপ টেনিস ক্রিকেট থেকে টেস্ট দলে উঠে আসার গল্প।

“আমাদের এলাকায় টেপ টেনিস টুর্নামেন্ট হয়েছিল, তাতে আমি অংশগ্রহণ করি। ওখানে আমার বোলিং দেখার পর এলাকার বড় ভাইরা বলছিলেন, ‘তোর বোলিং ভালো আছে। তুই চাইলে স্টেডিয়ামে যায়ে ক্রিকেট প্র্যাকটিস করতে পারিস।‘ আমি বড় ভাইদের কথা শোনে প্র্যাকটিসে গেলাম, তারপর আমার কাছে মনে  হইল আমি ইনশাআল্লাহ পারব কিছু করতে। এখান থেকেই আসলে আমার ক্রিকেটে আসা।”

অনুশীলনে টাইগাররা

চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এই পেসার। নিজের উঠে আসার গল্প বলতে গিয়ে বললেন রাহি-এবাদতদের গল্পও, “চ্যালেঞ্জ আমি পছন্দ করি। আমাদের বড় ভাইদের কাছ থেকেই আসলে এগুলা শেখা। সিলেটে যেমন রাহি ভাই, এবাদত ভাই, খালেদ ভাইদের থেকে অনুপ্রাণিত হয়েছি।”

টেস্ট ক্রিকেট দিয়ে হতে যাচ্ছে অভিষেক। বললেন উপভোগ করেন ক্রিকেটের এই ফরম্যাটটাই, “টেস্ট খেলা আমি উপভোগ করি। ফার্সট ক্লাস ক্রিকেটে আমি ভালো করেছি। চারদিনের খেলাই আমার স্টেংথ।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img