অস্ট্রেলিয়া-ভারত শেষ ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ক্যামেরন গ্রিনের। চলতি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন তিনি। তবে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে তাকে ছাড়তে হচ্ছে টি-টোয়েন্টি দল।
ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয়েছে, টেস্ট সিরিজের আগে লাল বলের প্রস্তুতি ম্যাচের জন্যই ছেড়ে দেয়া হয়েছে এই অলরাউন্ডারকে।
গ্রিনের বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অফ স্পিনার নাথান লায়নকে। দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ওয়ার্ম আপ ম্যাচ দুটোই মাঠে গড়াবে আগামী ৬ই ডিসেম্বর।