১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

টেস্টে পাকিস্তানের হয়ে দ্রুততম হাজার রানের রেকর্ডে শাকিল

- Advertisement -

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের হয়ে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়লেন সাউদ শাকিল। এরই মধ্য দিয়ে ৬৫ বছরের পুরোনো এক রেকর্ড ছুঁয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

বুধবার আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০তম টেস্ট ইনিংস খেলতে মাঠে নেমেছিলেন শাকিল। এক হাজার রান পূর্ণ করা থেকে ছিলেন ৩৩ রান দূরে। প্রথম দিন শেষে ৯২ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন শাকিল। আর তাতেই ছুঁয়েছেন দ্রুততম হাজার রানের রেকর্ড। তবে শাকিলের এই রেকর্ড অবশ্য যৌথ। এর আগে ১৯৫৯ সালে পাকিস্তানের হয়ে সমান ২০তম ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছিলেন সাঈদ আহমেদ। করাচিতে অনুষ্ঠিত সেই টেস্টে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল। এরপর তার সেই রেকর্ড ভাঙা হয়নি ৬৫ বছর। যাতে বুধবার ভাগ বসিয়েছেন শাকিল।

প্রথম টেস্টের প্রথমদিনের শুরুটা বাংলাদেশ ভালোভাবে করলেও সময় বাড়ার সাথে সাথে খেলায় ফেরে স্বাগতিক পাকিস্তান। যেখানে ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ছিল মাত্র ১৬ রান। সেখানে দিন শেষে ৪ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান। পাকিস্তানকে শুরুর বিপদ থেকে টেনে তোলা ব্যাটার ছিলেন সাউদ শাকিল। প্রথম দিনে সাইম আইয়ুবের সাথে মিলে গড়েন ৯৮ রানের জুটি।

এদিকে দ্বিতীয় দিনের শুরুটা এখনো পাকিস্তানের ব্যাটারদের নিয়ন্ত্রণে। সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হওয়া দ্বিতীয় দিনের খেলায় এখন পর্যন্ত কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। ৫৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২০৬ রান। সৌদ শাকিল অপরাজিত আছেন ১৩০ বলে ৭২ রানে। অপর ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ৭২ বলে করেছেন ৫৬ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img