২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

‘টেস্টে’ সেরা লাবুশেন, ‘টি-টোয়েন্টি’তে মালানের সাথে বাবর

- Advertisement -

চলমান অ্যাশেজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে এমআরএফ টায়ার আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন অজি ব্যাটার মারনাস লাবুশেন। অপরদিকে, আবারো টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ইংলিশ ব্যাটার ডেভিড মালানের সাথে বাবর এখন যৌথভাবে রয়েছেন তালিকার শীর্ষে।

গ্যাবায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৪ এবং অ্যাডিলেড টেস্টের দুই ইনিংসে ১০৩ ও ৫১ রানের চমৎকার ইনিংস খেলেন মারনাস লাবুশেন। দুই টেস্টে ভালো খেলার পুরস্কারস্বরূপ টেস্ট ‌র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষস্থানে উঠে যান এই ডানহাতি ব্যাটার। ক্যারিয়ার সেরা ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি পিছনে ফেলেছেন ইংল্যান্ডের ক্রিকেটার জো রুটকে।

অপরদিকে, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানোর মাত্র এক সপ্তাহ পরেই ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি টি-টোয়েন্টিতে ০ এবং ৭ রান করে গত সপ্তাহের র‌্যাঙ্কিংয়ের ৩ নম্বরে নেমে গিয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। তবে শেষ টি-টোয়েন্টিতে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন বাবর। এর ফলে, ৮০৫ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ডেভিড মালানের সাথে যুগ্মভাবে তালিকার ১ নাম্বারে অবস্থান করছেন বাবর আজম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img