বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এসেছে জয়, পাকিস্তান দল এবার জয় নিশ্চিত করতে চায় টেস্ট সিরিজেও। সেই লক্ষ্যেই চট্টগ্রামে কঠোর অনুশীলন করেছে ফাওয়াদ আলম-আজহার আলীরা। টেস্ট চ্যাম্পিয়নশীপের এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়তে দৃঢ়প্রত্যয়ি পাকিস্তান দল, ভরসা জোগাচ্ছে সিনিয়ররা।
“জয়ের ধারাবাহিকতা টেস্ট সিরিজেও বজায় রাখতে চাই। আমাদের দলে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছেন। তাদের উপস্থিতি আমাদের আরও ভালো করতে সহযোগিতা করবে”- বলছিলেন বাবর
বুধবার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিতে আজহার আলীরা নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন। মঙ্গলবার অধিনায়ক বাবর আজম বলেছিলেন ফিল্ডিংয়ে আছে দলের কিছু ঘাটতি। সেই জন্যই হয়তো আলাদাভাবে ফিল্ডিং করতে দেখা গেছে ফাওয়াদদের।
স্পিনাররা হাত ঘুরিয়েছেন, পেসারদের হাত থেকে বেড়িয়েছে আগুন। গতির ঝড় আর স্পিন ঘূর্ণিতে বাংলাদেশ দলকে বিপর্যস্ত করার পরিকল্পনা স্পষ্ট পাকিস্তানের। শুক্রবার অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট, ঢাকায় শেষ টেস্টে ৪ ডিসেম্বর মাঠে নামবে দুই দল।