২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

ট্রাইবেকারে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

- Advertisement -

নির্ধারিত সময়ে ১-১ গোলে ছিল ড্র, এরপর ট্রাইবেকারে ভারত নারী অনূর্ধ্ব-১৬ দলকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিল বাংলাদেশের মেয়েরা। এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।

ফাইনালের আগে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮টি গোল দিয়েছিল ভারত। বাংলাদেশ তিন ম্যাচে প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছিল ১১ বার। তাতে অনেকেই অপেক্ষা করছিলেন জমজমাট এক ফাইনাল দেখার। তবে শুরুতে সমর্থকদের একটু হতাশই করেছেন বাংলাদেশের ফুটবলাররা।

ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। আনুশকা কুমারীর গোলে লিড নেয় ভারত। এরপর গুছিয়ে উঠতে অনেকটা সময় নেয় মরিয়মরা। অন্যদিকে একের পর এক আক্রমণ করে ভারতের মেয়েরা। প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে যায় বাংলাদেশ। বেশ কয়েকবার সুযোগ পেলেও গোল পাওয়া হচ্ছিল না। তবে ৭১ মিনিটে বাংলাদেশ পেয়ে যায় সেই কাঙ্খিত গোল। বাংলাদেশকে সমতায় ফেরান মরিয়ম। এরপর চেষ্টা করেও আর গোল করতে পারেনি কোনো দল।

টাইব্রেকারে বাংলাদেশের গোলকিপার ইয়ারজান বেগম ভারতের আলিনা, বনিফিলিয়া ও দেবযানীর শট ঠেকিয়ে দেয়। ৩-২ গোলে জিতে শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশের মেয়েরা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img