১৪ মার্চ ২০২৫, শুক্রবার

ডিপিএলের শেষ ম্যাচে চ্যাম্পিয়নদের শোচনীয় হার

- Advertisement -

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এ আসরের শিরোপা এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ শেষ দিনে শিরোপাধারীদের খেলা ছিল লিজেন্ডস অব রুপগঞ্জের সাথে। পুরো মৌসুমে দাপটের সাথে খেললেও রুপগঞ্জের সাথে ৮ উইকেটে হেরে গেছে ইমরুল কায়েসের দল। রুপগঞ্জের পক্ষে ছয় উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন আল-আমিন হোসেন।

মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রুপগঞ্জের আল-আমিল হোসেনের জোড়া আঘাতে শূন্য রানেই দুই উইকেট হারায় শেখ জামাল। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ইমরুল কায়েস এবং মুশফিকুর রহিম। মাশরাফী বিন মোর্ত্তজার বলে মুশফিক ২৫ (৪৮) রান করে আউট হলেও ৭৫ বলে সর্বোচ্চ ৫০ রান করেন ইমরুল।

আল-আমিন একাই নিয়েছেন ৬ উইকেট

আল-আমিনের বোলিং তোপে বাকিদের মধ্যে আর কেউই দুই অংকের রান স্পর্শ করতে পারেনি। ৩৫ ওভারের মধ্যেই সব উইকেট খুইয়ে শেখ জামালের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১৬ রান। ৮.৪ ওভার বল করে ৩১ রান খরচায় আল-আমিন নিয়েছেন ছয়-ছয়টি উইকেট! তাঁর বোলিং ইকোনমি ছিল ৩.৫৮। এছাড়াও, ২টি উইকেট নিয়েছেন চিরাগ জানি।

ছোটো টার্গেটের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাকিবুল হাসান নয়নের ৭৯ বলে অপরাজিত ৪০, সাব্বির রহমানের ৩৩ বলে ৩৬ এবং শেষের দিকে ক্যামিও নক খেলা নাঈম ইসলামের ১৪ বলে অপরাজিত ২৩ রানের কল্যাণে ২৫.১ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ। এ ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফীর পরিবর্তে নাঈম অধিনায়কত্ব করেছেন। শেখ জামালের পক্ষে ১০ ওভারে ২০ রান দিয়ে দুটি উইকেটই নিয়েছেন পারভেজ রসুল।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img