২৭ এপ্রিল ২০২৪, শনিবার

ডিপিএলে হেসেছে মিঠুন-সোহান-সৌম্যের ব্যাট; আবাহনীর পর হেরেছে মোহামেডান

- Advertisement -

একনাগাড়ে চারদিন মিরপুরে দিনে তিন ম্যাচ চলার পর ঢাকা প্রিমিয়ার লিগ আবার ফিরেছে পুরোনো সূচীতে। মিরপুরের পাশাপাশি বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে চলছে ম্যাচ । দুপুর দেড়টায় একযোগে চলেছে তিন ম্যাচ। মিরপুরে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালি মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অফ রুপগঞ্জ। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংকের মুখোমুখি হয়েছিল পারটেক্স।

মিরপুরে বল হাতে সফল হলেও ব্যাট হাতে ব্যার্থ সাকিব আল হাসান। তার দল মোহামেডানও হেরেছে। শেখ জামালের জয় ১৬ রানে। বিকেএসপিতে  তামিম-মিঠুনের ব্যাটে চড়ে বড় জয় প্রাইম ব্যাংকের। পারটেক্সের বিপক্ষে তাদের জয় ৭২ রানে। তিন খেলায় একমাত্র উত্তাপ ছড়িয়েছে রিয়াদের গাজী গ্রুপের বিপক্ষে রুপগঞ্জের ম্যাচ। লো-স্কোরিং ম্যাচে শেষ হাঁসি হেসেছে  রিয়াদরা ।  সৌম্য সরকারের অর্ধশতকে ১৩ বল হাতে রেখে তাদের জয় ৭ উইকেটে।

ছবিঃবিসিবি
ছবিঃবিসিবি

মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান। তার সিদ্ধানকে সঠিক প্রমানিত করতে পারেননি টপ অর্ডার ব্যাটসম্যানরা। ১৪ ওভারে যখন অর্ধেক ব্যাটসম্যান প্যাভিলিয়নে চলে গেছে দলের রান তখন মাত্র ৮১। শঙ্কা যখন অল্প রানে গুটিয়ে যাওয়ার, তখনই দলকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিলেন অধিনায়ক । শেষ ৬ ওভারে তাদের সংগ্রহ ৮০ রান! সোহান ৫ ছক্কায়  অপরাজিত ছিলেন ৩৪ বলে ৬৬ রানে, জিয়াউর রহমান খেলেন ক্যামিও। ১৭ বলে ৩ ছক্কায় করেন ৩৫। জবাবে ব্যাট করতে নেমে ধুঁকতে  থাকে মোহামেডান । পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারায় সাকিবের দল, রান তখন সবে ১৫। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। মাঝে সামসুর রহমান,নাদিফ চৌধুরি চেষ্টা করছিলেন। ৪ ছক্কায় নাদিফের সংগ্রহ ৫৭। ১৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিবের দল।

ছবিঃবিসিবি
ছবিঃবিসিবি

বিকেএসপির ৪ নম্বর মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গাজী গ্রুপ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নিজের সিদ্ধান্তকে নিজেই করেন সঠিক। ৪ ওভারে  মাত্র ১৯ রানে শিকার করেন ২ উইকেট।  রুপগঞ্জের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন মেহেদি মারুফ। জবাবে ব্যাট করতে শুরুতেই উইকেট হারানো গাজী গ্রুপকে পথ দেখান সৌম্য সরকার ও  ইনফর্ম মুমিনুল হক। ২ ছক্কায় সৌম্যের ব্যাট থেকে আসে ৫৩ রান, মুমিনুল করেন ৩৪ রান । শেষদিকে অধিনায়ক রিয়াদের ব্যাটে জয় নিশ্চিত হয় গাজী গ্রুপের।

ছবিঃবিসিবি
ছবিঃবিসিবি

বিকেএসপিতে দিনের অন্য খেলায় তামিম-মিঠুনের ঝড়ে উড়ে গেছে পারটেক্স। মিঠুনের অর্ধশতকে প্রাইম ব্যাংকের জয় ৭২ রানে। টসে জেতা প্রাইম ব্যাংককে উড়ন্ত সুচনা এনে দেন তামিম ইকবাল।  ৩৩ ম্যাচে ৪৭ রানে তামিম ফিরে গেলেও অর্ধশতক তুলে নিতে ভুল করেননি মিঠুন। ৩ ছক্কায় মিঠুন অপরাজিত ৫৭ রানে। ১৬৮ রানের লক্ষ্য, ইনফর্ম আব্বাস মুসার ১৩ বলে ২৯ রানের ক্যামিওতে রান তাড়ার স্বপ্ন দেখে পারটেক্স। কিন্ত ঐ শেষ, ১৬  বল হাতে রেখে পারটেক্স গুটিয়ে যায় ৯৫ রানে। তার বড় কৃতিত্ব রুবেল হোসেনের। ইনজুরি থেকে ফিরে ৩০ রানে নিয়েছেন ৪উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img