১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার

ডি কক-বাভুমার ব্যাটে সাউথ আফ্রিকার দারুণ শুরু

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছে সাউথ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভারে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৫৩ রান। কুইন্টন ডি কক অপরাজিত আছেন ৩০ রানে, টেম্বা বাভুমার সংগ্রহ ১৭ রান।

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে এক মুহুর্তও দেরি করেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। লক্ষ্য পরিষ্কার, যত কম রানে সম্ভব সাউথ আফ্রিকাকে আটকে দিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নেওয়া। তবে সেই লক্ষ্যে শুরুটা ভালো করতে পারেনি অজি বোলাররা।

শুরুর দিকে সুইং-ইনসুইং দিয়ে সাউথ আফ্রিকার দুই ওপেনারকে পরাস্ত করলেও, ভাগ্য সহায় হয়নি তাদের। সময় যত গড়িয়েছে নিজের স্বভাবসুলভ ব্যাটিং করেছেন ডি কক। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক বাভুমা। অজি বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তারা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img