১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

ডুসেন বিতর্ক ছাপিয়ে শার্দুলের প্রথম ‘পাঁচ’ উইকেট

- Advertisement -

সাউথ আফ্রিকায় শার্দুল ঠাকুরের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ছন্দপতন স্বাগতিকদের। চা বিরতিতে যাওয়ার পূর্বেই সাত উইকেটের পতন সাউথ আফ্রিকার, পাঁচটিই নিজের করে নিয়েছেন শার্দুল। অধিনায়ক ডিন এলগারের উইকেট দিয়ে শুরু, ভারতীয় পেসার নিজের পঞ্চম উইকেট পূরণ করেছেন টেম্বা বাভুমাকে ফিরিয়ে। এই প্রতিবেদন লেখা অব্দি সাউথ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ১৯১ রান।

নিজের দুর্দান্ত স্পেলে ডিন এলগার এবং কিগান পিটারসেনকে ফিরিয়ে শার্দুল তখন উড়ছেন। লাঞ্চে যাওয়ার অপেক্ষায় সাউথ আফ্রিকা, শেষ মুহুর্তে প্যাভিলিয়নে রাসি ফন ডার ডুসেন; শার্দুলের দুর্দান্ত স্পেলের তৃতীয় শিকার। কিন্তু, প্রোটিয়া ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছেন তাতে জন্ম হয়েছে বিতর্কের। অনফিল্ড আম্পায়াররা আউট দিলেও পরবর্তীতে ভিডিও ফুটেজে দেখা গিয়েছে রিশভ পান্থের গ্লাভসে পৌঁছানোর পূর্বে মাটিতে বল স্পর্শ করেছিল। ডুসেনের আউট নিয়ে এরপর ম্যাচ রেফারির সাথে অধিনায়ক, কোচকে কথা বলতে দেখা গেলেও কাজের কাজ হয়নি কিছুই।

বাভুমার উইকেট দিয়েই নিজের ৫ উইকেট পূরণ করেছেন শার্দুল

লাঞ্চ থেকে ফিরে আরও দুইটি উইকেট তুলে নিয়েছেন শার্দুল, চা বিরতিতে যাওয়ার আগে সাউথ আফ্রিকা হারিয়েছে তিন উইকেট। কাইল ভেরেইনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন, টেম্বা বাভুমাকে পান্থের ক্যাচে পরিণত করে নিজের ৫ উইকেট পূরণ করেছেন শার্দুল। এটাই শার্দুলের টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট, এর আগে ৬১ রানে ৪ উইকেট ছিল শার্দুলের সেরা বোলিং ফিগার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img