২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ডেম্বেলের ‘আজগুবি’ দাবি পাত্তাই দিলো না বার্সেলোনা!

- Advertisement -

ক্লাবের হয়ে ৪ বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে ধরলে আড়াই বছরই ইনজুরির কারণে তিনি ছিলেন মাঠের বাইরে। রসিকতা করে এমনও তো বলা হয়, যে ঔসমানে ডেম্বেলে প্রতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মাঠে আসেন আর বার্সেলোনার ডাগআউটে নতুন কোচের দেখা পান!

তার এই ভয়ানক ইনজুরি প্রবণতার কারণে ক্লাবের ভক্তসমর্থকদের অনেকের কাছেই তিনি এখন ‘বোঝা’র মত। ডেম্বেলে বিদায় হলে বাঁচেন অনেকেই। তবে ডেম্বেলে নিজে হয়তো নিজেকে তেমনটা মনে করেননা। তাইতো ক্লাবের সাথে আনুষ্ঠানিক চুক্তি শেষ হওয়ার ৬ মাস আগে বার্সেলোনাকে তিনি দিয়েছেন ‘বার্সেলোনায় তাঁকে ধরে রাখতে হলে’ কর্তৃপক্ষকে কি কি করতে হবে তার এক ‘অভাবনীয়’ প্রস্তাব!

স্প্যানিশ গণমাধ্যমের সূত্রমতে, বুধবার ডেম্বেলের এজেন্ট বার্সেলোনা কর্তৃপক্ষের সাথে মিটিংয়ে বসেছিলেন। সেখানে ডেম্বেলের পক্ষ থেকে বলা হয় তাঁকে ২০ মিলিয়ন ইউরো সাইনিং বোনাস দিতে হবে ও তাঁর বার্ষিক বেতন ৪০ মিলিয়ন ইউরোতে উন্নীত করতে হবে।

এই প্রস্তাব মানা হলে ডেম্বেলে এইমুহুর্তে বার্সায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হয়ে যেতেন। তবে যে খেলোয়াড়কে প্রতি মৌসুমের অর্ধেকের বেশি সময় মাঠে পাওয়া যায়না, তার এই প্রস্তাব মেনে নিতে হবে,  বার্সেলোনার এমন দুর্দিনও বোধহয় আসেনি।

তাইতো ডেম্বেলের প্রস্তাব ‘সসম্মানে’ প্রত্যাখ্যান করেছে বার্সা বোর্ড। তার কোন দাবিই মানা হয়নি। এবং ডেম্বেলে জুলাইয়ের পর চুক্তি বর্ধিত না করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিতেও কোন আপত্তি নেই বোর্ডের।

গণমাধ্যমের ভাষায় মিটিং ‘পুরোপুরি ব্যর্থ’ ছিলো এবং মিটিং শেষে ডেম্বেলের এজেন্ট নাকি ক্ষোভও ঝেড়েছেন।

  “তারা বলে তাদের কাছে চুক্তি নবায়নের টাকা নেই! কিন্তু তারা আবার এরলিং হাল্যান্ডকে কিনতে চায়!”

এমনিতে পিএসজি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্নসহ সব বড় বড় ক্লাবই ডেম্বেলের জন্য আগ্রহী। তবে ডেম্বেলে বার্সেলোনাতে থাকতেই আগ্রহী। হয়তো বার্সা ছারা অন্য কোন ক্লাব সারাবছর তার হাসপাতালের বিল মেটানোর জন্য আগ্রহী হবে কিনা এটা নিয়ে তিনি সন্দিহান ছিলেন। যাইহোক সেই সন্দেহটা এখন দূর হয়ে যাওয়ার কথা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img