২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর, ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ভেন্যু এই শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর। শুক্রবারের বৃষ্টির দিনে সেদিন মিরপুরেও হয়েছিল ছক্কা বৃষ্টি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের এক ওভারে ৩০ রান নিয়েছিলেন জিম্বাবুয়ের রায়্যান বার্ল। সেই বার্লকেই যেন শনিবার এই মিরপুরেই ফিরিয়ে আনলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ান। এক ওভারে নিলেন ৩০ রান, এদিনও বোলারের নাম সাকিব আল হাসান।
THIRTY RUNS
Dan Christian took a liking to Shakib Al Hasan! #BANvAUS pic.twitter.com/RW9CJJSm7Y
— cricket.com.au (@cricketcomau) August 7, 2021
প্রথম ৩ ম্যাচ জিতে সিরিজে নিশ্চিত করেছিল টাইগাররা, চতুর্থ ম্যাচে অজিদের সামনে মাত্র ১০৫ রানের লক্ষ্য দিয়েও শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম তিন ওভারে ১ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ তখন ১৫ রান। চতুর্থ ওভার শেষে অজিদের রান ৪৫, উইকেট সেই একটি। চতুর্থ ওভারে এসেছে ৩০রান! ব্যাটসম্যান ড্যান ক্রিশ্চিয়ান, বোলার সাকিব আল হাসান।
শনিবারকে সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম বাজে দিন বললেও হয়তো ভুল বলা হবে না। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে খুব ভুগেছেন, ব্যাটে-বলে হচ্ছিল না একদমই। এরপর বল হাতে মার খেলেন সাকিব। ব্যাক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম তিন বলেই তিন ছক্কা খান সাকিব। পরের বল ডট করে ফিরে আসার ইঙ্গিত দেন, তবে সেটা ঐ বল পর্যন্তই। শেষ দুই বলে আবার দুটো ছক্কা খান। শুধুই ঐ ওভার নয়, পুরো ম্যাচেই মার খেয়েছেন সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন ওভার বল করে দিয়েছেন ৪৩ রান।