২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ড্রাফটের পর লেগস্পিনারকে দলে টানলো ঢাকা

- Advertisement -

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের পর যাদের দলে নেওয়া হয়েছে তাদের চেয়ে সবসময়ই আলোচনায় বেশি থাকেন ‘যাদের নেওয়া হয়নি’ তাঁরা। এই আসরের ড্রাফটের পর তো সেই আলোচনা গিয়ে ঠেকেছে একেবারে তুঙ্গে। জাতীয় দলের একসময়কার তারকা এবং দেশের তুমুল জনপ্রিয় ক্রিকেটার নাসির হোসেনকে কেউ দলে নেয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা ও নিয়মিত ঘরোয়া ক্রিকেটে ভালো করা তানজিদ তামিম, শাহাদাত হোসেন দীপু, হাসান মুরাদরা থেকেছেন অবিক্রীত। দল পাননি মোহাম্মদ আশরাফুলও।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লেগস্পিনারদের নিয়ে। কিছুদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে প্রতিটা দলে লেগস্পিনার বাধ্যতামূলক খেলানোর বলে দেওয়া সত্ত্বেও নাকি তাঁর কথা অনেক ক্লাব অমান্য করছেন। বিপিএল প্লেয়ার্স ড্রাফটে এসে দেখা গেলো অন্যান্য ক্লাবরা তো বটেই, এমনকি বিসিবি খোদ যে দলের পৃষ্ঠপোষকতা করছে সেই ঢাকাও কোন দেশীয় লেগস্পিনারকে দলে ভেড়ায়নি। একমাত্র সিলেট দলে নিয়েছে জুবায়ের হোসেন লিখনকে।

তবে ড্রাফটের পরেও দলে নেওয়ার সুযোগ থাকে এবং সেই সুযোগের ব্যবহার করে সন্ধ্যায় ঢাকা দলে ভিড়িয়েছে লেগস্পিনার রিশাদ হোসেনকে।

যদিও মিনহাজুল আবেদীন আফ্রিদি এমনকি জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলা আমিনুল ইসলাম বিপ্লব এখনো উপেক্ষিত!

চলতি বিসিএলের ম্যাচে সাউথ জোনের হয়ে ৫ উইকেট নিয়েছেন রিশাদ এবং সেটি আজকেই! হয়তো এই পারফরম্যান্সই ঢাকাকে মত পাল্টাতে বাধ্য করেছে, কে জানে?

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img