অ্যাটাকে বারবার পরিবর্তন এনে বাজিমাত করেছে চেলসি, তার চেয়েও বড় কথা ডিফেন্সের দৃঢ়তা দিয়ে আটকে দিয়েছে তারা অনেক দলকে। আর এসব কিছুই ঘটছে তাদের নতুন কোচ টমাস টুখেল যুক্ত হওয়ার পর!
রোববার সাউথহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বল পায়ে একের পর এক অ্যাটাক বিফলে যায় চেলসির। ফাইনাল থার্ডে এসে বল হারিয়েছে বারবার। আধা ঘণ্টা লড়াইয়ের পর স্বাগতিকদের হয়ে মিনামিনো ডি বক্সে বল নিয়ন্ত্রণে এনে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে জাল খুঁজে নেন। খানিক বাদে ইনজুরির শিকার হন চেলসির ট্যামি আব্রাহাম, এতে তাঁর চ্যাম্পিয়নস লিগ খেলা নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা।
দ্বিতীয়ার্ধের দশ মিনিট যাওয়ার পর সেইন্ট ফরোয়ার্ড ড্যানি ইংসের ফাউলে কপাল খুলে যায় চেলসির। স্পট কিক থেকে গোল করেন মাউন্ট। বাকিটা সময় ঠান্ডা মাথায় খেলেই অ্যাওয়ে ম্যাচ থেকে ১-১ ড্র নিয়ে ফেরে ব্লুজরা। লিগ টেবিলে চারে থাকা চেলসির ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট। সাউথহ্যাম্পটনের পয়েন্ট ২৪ ম্যাচে ৩০।