২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ঢাকায় এলেন ‘সেই’ আভরাম গ্রান্ট

- Advertisement -

প্রিমিয়ার লিগ, বিশেষ করে চেলসি ফ্যানদের এই ভদ্রলোককে ভালোই মনে থাকার কথা। ২০০৭-০৮ ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে চেলসিকে প্রথমবারের মতো ফাইনালে তোলার মূল কারিগর বলা হয় এই কোচকে। জোসে মরিনিও পর্যন্ত যা পারেননি, চেলসির ম্যানেজার হিসেবে তাই করে দেখিয়েছিলেন আভরাম গ্রান্ট।

ঢাকায় গ্রান্টকে ফুলেল সংবর্ধনা

সেই আভরাম গ্রান্ট বুধবার সকালে বাংলাদেশে পা রেখেছেন। ‘বাংলাদেশের ফুটবলের উন্নয়ন সংক্রান্ত আলোচনা’র উদ্দেশ্যেই তিনদিনের সফরে ঢাকায় আসা তাঁর। বৃহস্পতিবার গ্রান্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন এবং মতিঝিলস্থ বাফুফে ভবনে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। শুক্রবার তিনি কমলাপুরস্থ বাফুফের এলিট একাডেমিও পরিদর্শন করবেন।

Ex Chelsea coach Avram Grant asks Lampard not to be fired

চেলসি ছাড়াও ইসরায়েলের ম্যাকাবি হাইফা, ইংলিশ ক্লাব পোর্টসমাউথ, ওয়েস্ট হ্যাম, সার্বিয়ান ক্লাব পার্তিজান বেলগ্রেডের মতো ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েল ও ঘানা জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে গ্রান্টের। ছিলেন ভারতের ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব নর্থইস্ট ইউনাইটেডের কোচও।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img