৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

তাইজুলের ‘পাঁচ’ উইকেট, চালকের আসনে বাংলাদেশ

- Advertisement -

প্রথম সেশনে নিয়েছেন তিন উইকেট, দিনের শুরুতে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফিরিয়েছেন দুইজনকে। লাঞ্চের পরেও তুলে নিলেন আরও দুইটি উইকেট। সেইসাথে তাইজুল পূরণ করলেন লাল বলের ক্রিকেটে নবমবারের মতো পাঁচ উইকেট।

তৃতীয় দিনের শুরু থেকেই দ্রুত উইকেট তুলে নেয়া গেলেও গলার কাঁটা হয়ে ছিলেন শতক তুলে নেয়া আবিদ আলী। ১১৩ রানে একবার জীবন পেয়েছেন নাজমুল হোসেন শান্তর কল্যাণে, ১৩৩ রানের সময়ে বলটাকে হাতে বন্দী করতে পারেননি ইয়াসির আলী রাব্বি। আবিদের জীবন পাওয়া কতটা ভোগাবে বাংলাদেশকে  সেটা যখন দুশ্চিন্তার কারণ, তখন আবারও ত্রানকর্তা হয়ে সামনে এলেন তাইজুল ইসলাম। ১৩৩ রানেই ফেরালেন আবিদকে, এলবিডব্লিউয়ে।

দল তখন বিপর্যয়ে, হাসান আলী ব্যাটিংয়ে এসে শুরু করলেন তান্ডব। তাইজুলকে টানা দুই বলে মারলেন এক চার এবং এক ছয়। লক্ষ্য স্পষ্ঠ; দ্রুততম সময়ে যত রান তুলে নেয়া সম্ভব। হাসান পরের বলটাও এলেন উড়িয়ে মারতে, কিন্তু টার্ন করা বলটা পৌঁছেছে লিটনের হাতে এবং স্ট্যাম্পিং।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img