৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: নান্নু

- Advertisement -

বিশ্বকাপের বাকি চার মাস। না চাইলেও তাই বারবার ঘুরেফিরে আসছে বিশ্বকাপ প্রসঙ্গ। কেমন হবে দল, কে থাকবে আর কে থাকবে না! জল্পনা বাড়ছে দিনকে দিন। তবে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ভাবনা, হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আপাতত তাদের ভাবনায় বিশ্বকাপের আগের দ্বিপাক্ষিক সিরিজগুলো।

“তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমাদের পরপর সিরিজ রয়েছে। আমরা এই সিরিজগুলো নিয়েই এগুচ্ছি। সেরা একটি দল তৈরির জন্য”- শুক্রবার গণমাধ্যমকে বলেছেন নান্নু

কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে, হাথুরুসিংহে নাকি সৌম্যকে দলে চান। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর এই ব্যাটারের খোঁজখবরও নিয়েছেন হেড কোচ। তবে যার চাওয়া যেরকমই হোক, পারফর্ম্যান্স দেখেই দল নির্বাচন করতে চায় নির্বাচক প্যানেল।

“হাথুরুসিংহে যখন আবার কোচ হয়ে আসে এখানে আগে যে খেলোয়াড় ছিল সবার খোঁজ খবর নিয়েছে, কে কেমন করছে। আমাদেরও একটা দায়িত্ব আছে কে কীভাবে খেলছে। গত তিন বছরে কিরকম পারফর্ম্যান্স করেছে। দেশে এবং দেশের বাইরে কি করেছে। এগুলোই সে জানতে চেয়েছিল” – বলেছেন নান্নু

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img