৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

তানজিদকে রেখে ফিরলেন হৃদয়ও

- Advertisement -

রান তাড়ায় শুরুটা ভাল করেছিল বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। কিন্তু ছয় রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে টাইগাররা। তবে উইকেটে এসে তানজিদকে নিয়ে ইনিংস গড়ার দিকে মনোযোগ দিয়েছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু তিনিও পারেননি বড় রানের ইনিংস খেলতে।

সৌম্য সরকারের ইনজুরির কারণে কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তানজিদ। ইনিংসের শুরু থেকেই লঙ্কান বোলারদের উপর চড়াও হয়ে খেলেছেন তিনি। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন বিজয়। তবে হঠাৎ করে ধৈর্যচ্যুতি ঘটে ডানহাতি এ ব্যাটারের। লাহিরু কুমারাকে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পারেননি তেমন কিছুই করতে। কুমারার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়েছেন তিনি। দ্রুত দুই উইকেট হারানোর পর দেখেশুনে খেলতে থাকেন তানজিদ। ৫১ বলে ফিফটি পূর্ণ করেন তরুণ এ ওপেনার।

উইকেটে আসার পর থেকে দায়িত্বশীল ব্যাটিং করছিলেন হৃদয়। বড় শট খেলার পরিবর্তে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছিলেন তিনি। তবে কুমার বলে  এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান। তানজিদ অপরাজিত আছেন ৬৭ রানে, মাহমুদউল্লাহ রিয়াদের সংগ্রহ অপরাজিত ০ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img