৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

তানজিম সাকিবকে শাস্তি দিলো আইসিসি

- Advertisement -

আচরণবিধি ভঙ্গের দায়ে তানজিম হাসান সাকিবকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ অর্থ জরিমানা করেছে আইসিসি। বুধবার এক বিবৃতিতে সাকিবের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নেপালের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে দলটির অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তানজিম। একপর্যায়ে রোহিতের গায়ে আলতো ধাক্কাও দেন তিনি। যার কারণেই মূলত এমন শাস্তি পেতে হচ্ছে তানজিমকে।

তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দুই ফিল্ড আম্পায়ার আহসান রাজা এবং স্যাম নোগাস্কি, তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল এবং চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা। অপরাধ স্বীকার করার পাশাপাশি আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন তানজিম।

আইসিসি জানিয়েছে, সাকিব তাদের আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছে। যার ফলে তাকে উল্লেখিত শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।

নেপালের বিপক্ষে ৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন সাকিব। ৪ ওভারের স্পেলে ২১ ডট বল করে রেকর্ড গড়েছিলেন এই পেসার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img