২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

তামিমকে মাশরাফীর পূর্ণ সমর্থন

- Advertisement -

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে তামিম ইকবাল, দুইবারই বোলার ফজল হক ফারুকি। তৃতীয় ম্যাচেও একই বোলারের বলে একইভাবে হয়েছিলেন বোল্ড আউট। দেশসেরা ওপেনার যেন আগে থেকেই পরিকল্পনা অফস্ট্যাম্পের ওপরে পা’টা নিয়ে গিয়ে করবেন অনড্রাইভ! মাথা আর কব্জির পজিশন যাই হোক না কেন! বারবার টাইগার ওপেনারের একইরকম ভুল সবার কাছেই দৃষ্টিকটু লাগছে। সমালোচনা হচ্ছে ওয়ানডে অধিনায়কের ব্যাটিং টেকনিক নিয়ে। তবে তামিমের এমন খারাপ সময়ে বড় ভাই এবং অভিভাবক হিসেবে তাঁর পাশেই থাকছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

“ক্রিকেট খেলা তো একটা প্রেসার। আপনি চাইলেও সেটা মাথা থেকে বের করতে পারবেন না। সাড়ে ৭ হাজার রান করার পরে আমার মনে হয়, ওকে নিয়ে কথা বলারও একটা লিমিট থাকা উচিত”-বলেছিলেন মাশরাফী 

বিশ্বের সব ক্রিকেটারেরই কোনো না কোনো উইক পয়েন্ট থাকে। তামিমের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম নয়। তাই ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নিতেই আহ্বান জানিয়ে এই পেসার বলেন, “পৃথিবীর এমন কোনো ব্যাটসম্যান নেই, যার কোনো উইক পয়েন্ট নেই। প্রত্যেকটা ব্যাটসম্যানেরই থাকে। তামিম তো সাড়ে ৭ হাজার রান করেছে এই টেকনিক থেকেই। যদি ওর কোনো সমস্যা হয়, অবশ্যই ও জানে এটাকে কীভাবে ঠিক করতে হবে। এটা ঠিক করার পরে তো অন্য বলেও আউট হতে পারে! আমার মনে হয় না, তামিমের মতো একজন প্লেয়ারকে নিয়ে এখনই এতো কথা বলা উচিত। সাকিব-তামিমদের মেন্টালি হেলদি থাকাটা জরুরী।”      

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img