২৭ এপ্রিল ২০২৪, শনিবার

তামিমের টানা তৃতীয় ফিফটি, প্রথম সেশনেই বাংলাদেশ হারালো দুই উইকেট

- Advertisement -

প্রথম টেস্টের দুই ইনিংসের পর দ্বিতীয় টেস্টেও হাফ সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। ঝড়ো ব্যাটিংয়ে প্রথম সেশনেই ৫৭ বল খেলে ৮ চারে তামিম তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩১ তম ফিফটি। প্রথম টেস্টে ৯০ ও ৭৪ রান করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। লাঞ্চ রিরতিতে যাওয়ার আগে ব্যক্তিগত ২৫ রানেই আউট হন সাইফ হাসান, রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৯ রান। তামিম ইকবাল অপরাজিত আছেন ৭০ রানে।

এর আগে চার উইকেট হাতে রেখে তৃতীয় দিন মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। দিনের চতুর্থ ওভারে রমেশ মেন্ডিস আউট হওয়ার পরেই বাংলাদেশের বিপক্ষে ইনিংস ঘোষণা করে লংকানরা। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৪৯৩ রান।

তাসকিন আহমেদ তৃতীয় দিনের দ্বিতীয় ওভারে পান নিজের চতুর্থ উইকেট। রমেশকে ৩৩ রানে মুশফিকুর রহিমের ক্যাচ বানান। অন্য প্রান্তে ৭৭ রানে অপরাজিত ছিলেন নিরোশান ডিকবেলা। মাত্র ২৩ রানের জন্য প্রথম সেঞ্চুরি হলো না তার। তাসকিন ৩৪.২ ওভার বল করে ১২৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img