পরপর দুই ম্যাচেই এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে তামিম ইকবাল, দুইবারই বোলার ফজল হক ফারুকি। মিল শুধু এখানেই নয়, মিল আছে দেশসেরা ওপেনারের খেলার ধরণেও; যেন আগে থেকেই পরিকল্পনা অফস্ট্যাম্পের ওপরে পা’টা নিয়ে গিয়ে করবেন অনড্রাইভ! মাথা আর কব্জির পজিশন যাই হোক না কেন! টাইগার ওপেনারের একইরকম ভুল নজর এড়ায়নি ব্যাটিং কোচ জেমি সিডন্সেরও, শনিবার জানিয়েছেন শিষ্যকে নিয়ে কাজ করার কথাও।
“ফুটওয়ার্ক অনেক গুরুত্বপূর্ণ। তামিম ওর ভুলটা বুঝতে পেরেছে এবং তা নিয়ে কাজ শুরু করেছে। কিছুটা সময় লাগবে, এতো তাড়াতাড়ি জিনিসটা ঠিক হবে না। ওর সাথে ফুটওয়ার্ক নিয়ে কথা হয়েছে। আগামী তিন-চার বছর খেলতে গেলে পায়ের কাজটা সঠিকভাবে করতে হবে। তাহলেই সে সাফল্য পাবে”-বলছিলেন সিডন্স
জেমি সিডন্স মনে করেন, তামিম নিজের এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতে আরও অনেক রান করতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “সে এলবিডব্লিউ না হলে তাকে আউট করা খুব কঠিন হবে। সে অনেক রান করবে। আমি দেখতে পাচ্ছি, এখনো তার সেরা ক্রিকেটটা খেলা বাকি আছে।”