২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

তামিম ফিরলেন জলদি

- Advertisement -

স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ৭ বলে ০ রান করে ব্লেসিং মুজারাবানির বলে ফিরেছেন তামিম ইকবাল।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

টস হেরে ব্যাট করতে নেমে মোটেই সুবিধা করতে পারেনি বাংলাদেশি ওপেনাররা। কঠিন উইকেটে প্রথম দুই ওভারে কোনো রানই করতে পারেনি বাংলাদেশ। মুহারাবানির প্রথম ওভারে প্রতিটি বলই তামিমের ব্যাটের কানা ঘেষে যায়। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তামিম ইকবালকে ফেরান দির্ঘকায় বোলার।

 

৬ বলে ০ রানে তাহাকা তামিম ইকবাল রান তলার প্রেশারে শরীরের অনেক কাছের বল কাট করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচে পরিণত হন। গুড লেন্থ থেকে অতিরিক্ত বাউন্স পাওয়া বল তামিমের ব্যাটের বাইরের কানায় লেগে জমা পড়ে চাকাভার গ্লাভসে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img