মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বাইরে যেখানে নির্বাচনের কড়া উত্তাপ, বৃহস্পতিবার সেখানে স্টেডিয়ামের ভেতরে সেন্টার উইকেটে প্রত্যক্ষ্য করা গেলো এক উষ্ণ মিলনমেলা। টি-টোয়েন্টি বিশ্বকাপ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আলিঙ্গন করছেন তাঁর একসময়ের অধিনায়ক ও সতীর্থ মাশরাফী বিন মোর্ত্তজার সাথে। এর আগে মাশরাফী বেশ কিছুক্ষণ যাবৎ পেসার তাসকিন আহমেদকে বল হাতে দিয়েছেন বেশকিছু টিপস। কথা বলেছেন নেটে অনুশীলনরত সৌম্য সরকার-নাইম শেখদের সাথেও।
বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে মিরপুরে উপস্থিত হয়ে উত্তাপটা অবশ্য আরো বাড়িয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা নিজেই। এরকম সময়ে হঠাৎ কেন এখানে তাঁর আবির্ভাব? এই প্রশ্নের উত্তরের খোঁজে ঘুরে গিয়েছিলো সবগুলো সংবাদমাধ্যমের মনোযোগ।
উত্তর দিতে মাশরাফী আসেননি, কিন্তু দুপুরের পর সংবাদমাধ্যমের সামনে এসে কৌতূহল মিটিয়ে গেলেন তাসকিন আহমেদ। জানালেন, মাশরাফীর হোম অব ক্রিকেটে আসার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই। বরং অনেকদিন ধরে তাসকিনই নাকি মাশরাফীকে অনুরোধ করছিলেন তাকে সময় দেওয়ার জন্য। নিজের বোলিংয়ে নতুন অস্ত্র যুক্ত করতেই নাকি অভিজ্ঞ মাশরাফীর সান্নিধ্য চেয়েছিলেন এই ফাস্ট বোলার। মাশরাফীও নিজের ব্যস্ত সময় থেকে সময় বের করে তার স্নেহের অনুজকে আজ দেখিয়েছেন কিছু কার্যকরী ‘গ্রিপ’।
“অনেকদিন ধরেই ভাইয়াকে (মাশরাফী) বলছিলাম আমাকে সময় দিতে। আমার পেস সুইংয়ের বেশ উন্নতি হচ্ছে কিন্তু স্লোয়ারে আমি বেশ পিছিয়ে। এজন্যই ভাইয়া আজ কিছু ‘কাটারের’ গ্রিপ দেখালেন। বললেন যে একেকেজনের একশন একেকরকম, তুমি এগুলো ট্রাই করো। আশাকরি এগুলো নিয়ে কাজ করলে ভবিষ্যতে ভালো হবে। ব্যস্ততার মাঝে ভাইয়া আমাকে কিছু সময় দিলেন এটাই অনেক“- গণমাধ্যমকে জানিয়েছেন তাসকিন
সাবেক অধিনায়ক থেকে শেখা টোটকা আসন্ন বিশ্বকাপেও কাজে লাগাতে চান, এমনটাই জানিয়েছেন তাসকিন।
“সামনে অনেক খেলা, ভাইয়া বলেছেন একসাথে এতোকিছু শিখতে না গিয়ে আপাতত কাটারই রপ্ত করো। এটা তোমার একটা অপশন হতে পারে। আত্মবিশবাসী থাকলে ম্যাচেও কাজে লাগাতে পারো, উপকার হবে”- যোগ করেছেন তাসকিন
নতুন করে কাটার শেখার মানে নিজের ঘন্টায় ১৫০ কি.মি. তে বোলিং করার স্বপ্ন বিসর্জন দিয়ে ‘কাটার বোলার’ হতে চাইছেন তাসকিন, এমনটা মনে করার কোন কারণ নেই। বরং গতির সাথে তূণে কাটার নামক তীরটা যুক্ত করতেই তাসকিনের এই প্রয়াস।
“গতির সাথে কোন কম্প্রোমাইজ নাই। কারণ পেস কমে গেলে হয়তো দল থেকেই বাদ পড়ে যাব। আমি অবশ্যই মুস্তাফিজ হতে পারব না। চেষ্টা করছি পেসের সাথে কাটারটা যদি উন্নতি করতে পারি”- বলেছেন তাসকিন
মাশরাফীর টিপস কতোটা কাজে লেগেছে তাসকিনের?
“আগে মিরপুরের উইকেটেও আমার কাটার খুব বেশি গ্রিপ করত না, ভাইয়ার শেখানো গ্রিপে আগের থেকে একটু হইলেও বেশি গ্রিপ করলো বলে মনে হলো। যখন আরো প্র্যাকটিস করব তখন আরো ভালো হবে“- জবাবে বলেছেন তাসকিন।