২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

তাসকিন নিজেকে ‘দুর্ভাগা’ ভাবতেই পারেন

- Advertisement -

ম্যাচের তখন ষষ্ঠ ওভার মাত্র, তাসকিন আহমেদের দুর্দান্ত সব সুইংয়ে বারবার পরাস্ত ইব্রাহিম জাদরান। সুযোগ বুঝেই পঞ্চম বলে তাসকিনের বাউন্সার, ইব্রাহিমের পুল। ব্যাটে বলে না হওয়ায় ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ। কিন্তু সহজ ক্যাচটাই লুফে নিতে পারলেন না রিয়াদ, হতাশ তাসকিন। হাতটা মেলে ধরেই আবার চলে গেলেন বোলিংয়ে।

তামিম নিজেও হয়েছেন বেশ অবাক

হতাশ কী শুধু তাসকিনই হয়েছেন? অধিনায়ক তামিম ইকবালের মুখটা দেখেও স্পষ্ট বুঝতে পারা যাচ্ছিল ক্যাচ মিসে কতটা বিরক্ত হয়েছেন তিনি। সুপার লিগের খেলা; জিতলেই সুযোগ পয়েন্ট বাড়িয়ে নেয়ার, হারলেই বিপদ। এমন ম্যাচে এত সাধারণ ক্যাচ মিস, সেটাও দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়দের একজনের হাত থেকে!

মুশফিক দিয়েছেন সঙ্গ

তাসকিন অবশ্য নিজের ভাগ্যকে বরাবরই মেনে নিয়েছেন। দৃশ্যপটটা তো তাসকিনের জন্য বেশ পুরোনো। অতীতেও বেশ কয়েকবার তার বলেই ক্যাচ মিস করেছেন অনেকেই। নাহলে ওয়ানডেতে ৫৫ উইকেটের জায়গায় কমপক্ষে ৭০টি উইকেট তো হতেই পারতো। যাই হোক, রিয়াদের ক্যাচ মিসে আক্ষেপ বেড়েছে। তবে সাপোর্ট পেয়েছেন উইকেটের পেছনে দাঁড়ানো মুশফিকুর রহিমের কাছ থেকে, ‘মুভ অন কর, তাসকিন।’

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img