লাঞ্চ শেষ হতেই বল হাতে সাকিব আল হাসান, স্টেডিয়ামও যেন ফিরে পেল প্রাণ। উৎসুক দর্শক গলা ফাঁটাতে শুরু করল সাকিব আর বাংলাদেশ বলে। লিটন দাস একবার সাকিবকে বললেন, ‘ওয়ার্মআপ করে নিবেন নাকি দুইটা?’
কিন্তু দর্শকের আওয়াজ কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে গেল। দুই ব্যাটসম্যান ফাওয়াদ আলম-মোহাম্মদ রিজওয়ান যে ততোক্ষণে খেলতে শুরু করেছেন স্বাচ্ছন্দ্যে। দলের রান যখন ২৮৪, রিজওয়ানের তখন ৫০। পাকিস্তান উইকেটকিপার যখন অর্ধশতক পূরণ করছেন, তখন ধারাভাষ্যকক্ষ থেকে আতাহার আলী খানরা আলোচনা শুরু করেছেন ইনিংস ঘোষণা করা নিয়ে। কিন্তু, তারাও ছিলেন দোটানায়।
সকল দোটানা দূর হয়েছে যখন শাহীন শাহ আফ্রিদি এলেন সাদা পোশাকে বেড়িয়ে। বুঝতে বাকি রইলো না সফরকারীরা যে ইনিংস ঘোষণা করে দিবে শিঘ্রই। মুমিনুল হকও তাই বাউন্ডারি লাইনে পাঠিয়ে দিলেন চার ফিল্ডার, কিছু রান যদি আটকানো যায়!
রান আটকেনি, পাকিস্তানও নিজ লক্ষ্যে পৌঁছেই করেছে ইনিংস ঘোষণা। ফাওয়াদ আলমের অর্ধশতক পূরণের সাথে সাথে পাকিস্তান তাদের প্রথম ইনিংস শেষ করেছে ৩০০ রানেই। ফাওয়াদ অপরাজিত ছিলেন ৫০* রানে, রিজওয়ানের সংগ্রহ ৫৩*। দুজনে মিলে গড়েছেন ১০৩ রানের জুটি।