সাউথ আফ্রিকা সিরিজের জন্য সাকিব আল হাসানকে রেখেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ অব্দি সাকিব যাচ্ছেন না। সাকিবের না থাকা নিশ্চিতভাবেই বড় ক্ষতি টাইগারদের জন্য, তিন নম্বরেও নির্বাচকদের খুঁজতে হচ্ছে নতুন কাউকে। তবে হাবিবুল বাশারের ভাবনায় আছেন দুইজন, দেশ ছাড়ার আগে জানিয়েছেন সেই দুইজনের নাম।
“নাজমুল হোসেন শান্ত আছে, সে সাধারণত তিনে ব্যাট করে থাকেন। মাহমুদুল হাসান জয়ও যাচ্ছেন। ওখানে গিয়ে সিদ্ধান্ত নিব তিনে কে ব্যাটিং করবেন”- বলছিলেন বাশার
সাকিব নেই, কিন্তু বাকিরা তো আছে। যারা আছে তাদের ওপরেই ভরসা রাখতে চান বাশার, “আমরা এখন আর সাকিবকে নিয়ে চিন্তা করছি না। আমাদের হাতে যেটা আছে সেটা নিয়েই চিন্তা করছি। দেখুন সবসময় আপনি আপনার সেরা ক্রিকেটারকে পাবেন না। সেক্ষেত্রে যারাই খেলছে তারাই আপনার সেরা খেলোয়াড়। তাকে নিয়েই আপনাকে চেষ্টা করতে হবে।”