ওয়ানডেতে তিন নম্বর জায়গাটা সাকিব আল হাসানের খুব পছন্দের, সেটা তিনি বিশ্বকাপের পরই জানিয়েছিলেন। বিশ্বকাপে ওই তিনে নেমেই বিশ্বকে চমকে দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, ৮ ইনিংসে ৬০৬ রান, অথচ উইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে সেই ৩ নম্বর জায়গাটাই ছেড়ে দিতে হচ্ছে সাকিবকে।
সবকিছু ঠিকঠাক থাকলে সাকিবের জায়গায় তিনে ব্যাট করবেন বাঁহাতি নাজমুল হাসান শান্ত। আজ ভার্চুয়াল প্রেস মিটে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের হেডকোচ রাসেল ডমিঙ্গো। আগামী বিশ্বকাপের পরিকল্পনা মাফিকই আসছে এমন পরিবর্তন।
‘এ মুহূর্তে আমি অভিজ্ঞদের চার, পাঁচ ও ছয়ে দেখছি। সেখানে সাকিব, মুশফিক ও রিয়াদকে চিন্তা করছি। এটা আমাদের মিডল অর্ডারে ভালো অভিজ্ঞতা দেবে। উপমহাদেশে খেলা, মিডল অর্ডার খুবই গুরুত্বপূর্ণ।’
তিন নম্বর পজিশনে এখন পর্যন্ত বেশ উজ্জ্বল সাকিব আল হাসান। ২৩ ওয়ানডেতে ব্যাট করেছেন, ষাটের কাছাকাছি গড়ে করেছেন ১১৭৭ রান, ২ সেঞ্চুরির সাথে ১১ ফিফটি।