বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৫তম সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। তিন বছর পর টেস্ট ক্রিকেটে তিন অংকের দেখা পেলেন এই নাম্বার এইটিন।
অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের বলে সিঙ্গেল নেওয়ার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ২৮তম শতকের দেখা পেলেন কোহলি। ১২০৫ দিন পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন ভারতের এই সাবেক অধিনায়ক। টেস্ট ক্রিকেটে এই সেঞ্চুরি করতে এই ব্যাটার খেলেছেন ২৪১ বল। ২০১২ সালে নাগপুর টেস্টে সেঞ্চুরি করতে সর্বোচ্চ ২৮৯ বল খেলেছিলেন এই ডানহাতি ব্যাটার। বল খেলার হিসেবে কোহলির টেস্টে দ্বিতীয় ধীরগতির শতক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ তম সেঞ্চুরি। এখনো খেলে যাচ্ছেন এমন ব্যাটারদের মধ্যে যে কোনো একটি নির্দিষ্ট দলের বিপক্ষে করা সর্বোচ্চ সেঞ্চুরি।
এই শতকের মধ্য দিয়ে বোর্ডার-গাভাস্কার সিরিজে শচীন টেন্ডুলকারের (১১) পর দ্বিতীয় সর্বোচ্চ আটটি সেঞ্চুরির মালিক এই নাম্বার এইটিন। অজিদের বিপক্ষে শচিনের চেয়ে ১৫ টেস্ট কম খেলেও সেঞ্চুরির দিক থেকে ভারতের গ্রেট নাম্বার টেনের চেয়ে মাত্র তিন শতক পিছিয়ে আছেন বিরাট। ৭৫ সেঞ্চুরি করতে কোহলি খেলেছেন ৫৫২টি ইনিংস। অন্যদিকে ৭৮২ ইনিংসে ১০০ সেঞ্চুরি করে কোহলির সামনে এখন শুধুই শচীন।