২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

তিন বছরের চুক্তিতে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি  

- Advertisement -

 সম্প্রতি রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়েছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।  রিয়ালের পরবর্তী  কোচ কে হচ্ছেন এটা নিয়েই কয়েকদিন ধরেই চলছিল আলোচনা। ফুটবল পাড়ার আকাশে-বাতাসে গুঞ্জন ছিল পরবর্তী কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। সেই গুঞ্জনই এবার সত্যি হল। ৩ বছরের চুক্তিতে জিদানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রিয়ালের সাবেক বস কার্লো আনচেলত্তি।

ইংলিশ ক্লাব এভারটনের দায়িত্বে ছিলেন আনচেলত্তি । এভারটনের সঙ্গে চুক্তি অনুযায়ী আরও দুই বছর সেখানেই থাকার কথা ছিল তার। রিয়ালের দশম চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ আবারো ফিরছেন তার পুরোনো ডেরায়। এর আগে ২০১৩-১৫ পর্যন্ত  লস ব্ল্যাঙ্কোসদের দ্বায়িত্বে ছিলেন এই ইতালিয়ান কোচ ।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

কার্লো আনচেলত্তি ছাড়াও রিয়ালের কোচ হওয়ার দৌড়ে ছিলেন  সদ্য ইন্টার মিলানের দায়িত্ব ছাড়া অ্যান্তেনিও কন্তে এবং রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেস।  এছাড়াও পিএসজি বস মারিও পচেত্তিনোরও সম্ভাবনা ছিল রিয়ালের ডাগআউট সামলানোর। তবে সবাইকে ছাপিয়ে রিয়ালের কোচ হলেন আনচেলত্তি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img