২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

তৃতীয় দিনের প্রথম সেশনে টেইলরকে আউট করতে পেরেছে বাংলাদেশ

- Advertisement -

তৃতীয় দিনের প্রথম সেশনে উড়ন্ত সূচনা করেছিল জিম্বাবুয়ে, সেখান থেকে টেইলরকে আউট করে ম্যাচে ফিরেছে টাইগাররা। এই সেশনে ২৬ ওভারে ৯৫ রান তুলেছে জিম্বাবুয়ে।

১ উইকেটে ১১৪ রানে দ্বিতীয় দিন শেষ করা দুই অপরাজিত ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলর এবং তাকুজওয়ানাশে কাইতানো তৃতীয় দিন সকালে ভালো শুরু করেন। দুজনে ওডিআই স্টাইলে খেলে রান তুলতে থাকেন ওভারপ্রতি প্রায় পাঁচ করে। এই সেশনেই টেইলর এবং কাইতানো দুজনেই নিজেদের ফিফটি তুলে নেন। বাংলাদেশের জন্য হুমকি হয়ে যাওয়া ১১৫ রানের জুটি ভাঙ্গেন মেহেদী হাসান মিরাজ। অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে যেয়ে টেইলর স্কয়ারলেগে ইয়াসির আলী রাব্বির ক্যাচ হয়ে ফিরে যান। আউট হওয়ার আগে টেইলর করেন ৯২ বলে ৮১।

টেইলর আউট হওয়ার পর রানের গতিতে কিছুটা লাগাম পড়লেও এই সেশনে আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। দুই অভিষিক্ত ব্যাটসম্যান কাইতানো এবং ডিওন মায়ারস ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে সকালের সেশন শেষ করেন।

লাঞ্চের পর বাংলাদেশ চাইবে এই জুটিকে বেশি বড় হতে না দিতে আর জিম্বাবুয়ের ব্যাটসম্যানেদের উদ্দেশ্য থাকবে জুটিকে আরও বড় করে বাংলাদেশের সাথে রানের ব্যবধান কমাতে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img