৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

তৃতীয় দিনে রুট-মালানের পাল্টা জবাব

- Advertisement -

ব্রিসবেনে চলতি অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিনে এসে ইংল্যান্ড হয়তো অবশেষে বলতে পারছে যে ‘দিনটি তাদের!’

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার কামিন্স-স্টার্কদের বলই যে ইংলিশ ব্যাটাররা চোখে দেখছিলেন না, ২য় ইনিংসে তারাই সারাদিন ব্যাট করে হারালো না দুই উইকেটের বেশি। জো রুট ও ডেভিড মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ২২০/২। যদিও এখনো লিড নেওয়ার থেকে ৫৮ রান দূরে আছে ইংল্যান্ড, তবে হাতে রয়েছে ৮টি উইকেট ও দুইদিনের খেলা বাকি। এখান থেকে জয়ের চিন্তা করতেই পারে থ্রি লায়ন্সরা।

আগেরদিন ৩৪৩ রানে শেষ করা অস্ট্রেলিয়া সকালের সেশনে লাঞ্চের আগে আগে ৪২৫ রান করে অলআউট হয়। ট্র্যাভিস হেড  ১৫২ রানের ইনিংস খেলেন।

এরপর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ১৩ রানে রোরি বার্নসকে ফেরান প্যাট কামিন্স। হাসিব হামিদ আরো একবার ভালো শুরু পেয়েছিলেন কিন্তু ধরে রাখতে ব্যর্থ হন; ফিরে যান ২৭ রানে।

এরপর শুরু হয় রুট-মালানের প্রতিরোধ। নাথান লায়নকে পুল করে ফাইন লেগে বল পাঠিয়ে একটি সিঙ্গেল নিয়ে জো রুট বসেন ইংলিশ ক্রিকেটেরও নতুন একটি সিংহাসনে। মাইকেল ভনকে টপকে হন এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রান করা ইংলিশ ক্রিকেটার। ২০০২ সালে ৬১ গড়ে ১৪৮১ রান করেছিলেন মাইকেল ভন, সেটিই ছিলো এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ টেস্ট রানের ইংলিশ রেকর্ড। ব্রিসবেন টেস্টে ২৭ রানের পথে ভনকে টপকে গেছেন রুট।

তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ওয়ান ডাউনে নামা ডেভিড মালান। দিনশেষে ৮৬* রানে রুট ও ৮০* রানে মালান অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১ম ইনিংস- ১৪৭/১০ (বাটলার ৩৯, পোপ ৩৫; কামিন্স ৫/৩৮)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস- ৩৪৩ /৭ (হেড ১১২*, ওয়ার্নার ৯৪, লাবুশেন ৭৪; রবিনসন ৩/৪৮)

ইংল্যান্ড ২য় ইনিংস- ২২০/২ (রুট ৮৬*, মালান ৮০*; কামিন্স ১/৪৩, স্টার্ক ১/৬০)

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img