পৃথিবীতে অবাক করার মতো কতো কিছুইতো ঘটে। আঁতোয়া গ্রিজম্যানের তিন সন্তানের জন্মই একই দিনে; ৮ এপ্রিল। অবাক করার মতোই সত্য। বিশ্বকাপজয়ী ফুটবলার এই ঘটনা নিয়ে হয়তো গল্প করতে পারবেন অনেকদিন, এতটুকু প্রায় নিশ্চিত। গ্রিজম্যানের পরিবারের নবাগত অতিথির নাম রাখা হয়েছে আলবা গ্রিজম্যান।
বৃহস্পতিবার গ্রিজম্যান তার ক্লাব বার্সেলোনার নির্ধারিত অনুশীলনে ছিলেন না। অনেকেই ভেবেছিল ইনজুরি সমস্যা। তবে টুইটের মাধ্যমে নিজেই খোলাসা করলেন, ইনিজুরি নয় বরং তৃতীয় সন্তান জন্মদানের সময় গ্রিজম্যান ছিলেন স্ত্রীর পাশে। টুইটে ফ্রান্সের এই ফুটবলার লিখেছেন, ‘আলবা গ্রিজম্যান, ৮ এপ্রিল, ১০টা ২৪।’
? Alba Griezmann 8 avril 2021 à 10h24. ❤️
— Antoine Griezmann (@AntoGriezmann) April 8, 2021
গ্রিজম্যানের প্রথম সন্তান মিয়া গ্রিজম্যানের জন্ম ২০১৬ সালের ৮ এপ্রিল, ২০১৯ সালের ওই এপ্রিলের ৮ তারিখেই দ্বিতীয় সন্তান আমারো গ্রিজম্যান আসেন পৃথিবীতে। দুই বছর পর একই দিনে গ্রিজম্যান পরিবারে এলো নতুন অতিথি।