দীর্ঘ সময় পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি, কথাও বলেছেন দীর্ঘক্ষণ। এক পর্যায়ে ভক্ত-সমর্থক, মিডিয়া সকলের উদ্দ্যেশেই ছুড়ে দিয়েছেন কিছু প্রশ্ন। সিনিয়রদের অবদান থেকে শুরু করে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, স্পিন পিচ বানানো সবকিছু নিয়েই কথা বলেছেন নাজমুল হাসান পাপন। সেইসাথে ভক্ত-সমর্থকদের জানিয়েছেন আরেকটু দায়িত্বশীল হতে, খেলোয়াড়দের আরেকটু বেশী সাপোর্ট করতে।
একটা সময় ছিল যখন বাংলাদেশের খেলা হলে মাঠে কোনো দর্শক খুঁজে পাওয়া যেত না। এখন দৃশ্যপট বদলেছে। আর, এর পেছনে সবচেয়ে বড় অবদান পঞ্চপান্ডবের। তারা এক ম্যাচ বা এক সিরিজ খারাপ খেললেই কেনো তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় এই প্রশ্ন করেছেন খোদ বিসিবি সভাপতিও।
“আমি যখন প্রথম বিসিবির সভাপতি হই, বা আমি যখন বাইরে যেতাম খেলা দেখতে, মাঠ থাকত খালি আর বাংলাদেশের দর্শক খুঁজেই পাওয়া যেত না। সেখান থেকে আজকে যেই জায়গায় এসেছে, আইসিসি বা এসিসি বলে ৬০-৭০ ভাগ দর্শকই নাকি বাংলাদেশের। যেটা নাকি অকল্পনীয়। খামাখা তো ওরা আসে না, পারফরম্যান্সের কারণেই এসেছে।”
“আর, এর পেছনে মূল ভূমিকা যারা পালন করেছে তারা হচ্ছে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এবং মাশরাফি। এইব্যাপারে কারোর কোনো সন্দেহ থাকার কথা না। ওরা এত কিছু দিলো এই দেশকে, এতকিছু করেছে দেশের জন্য, একটা সিরিজের জন্য ওদের নিয়ে যেই সমস্ত কথাবার্তা বলা হয় এটা কি ঠিক?’’
![](https://kcs3.eu-west-1.klovercloud.com/allrounderbd-live-ailkxhbi/2021/12/5AADBF24FTeTcwdP_IMG_20190203_193745.jpg)
সেইসাথে বিসিবি সভাপতি আরও যোগ করেছেন, “বাবর আজম বিশ্বসেরাদের একজন, পাকিস্তানের সেরা। এই যে টি-টোয়েন্টি সিরিজটা খেললো, প্রথম টেস্টে খেললো, কোনো রান করেছে? তাই বলে কি ওদের বিরুদ্ধে এরকম লেখা হয়? কেনো আমাদের খেলোয়াড়দের বেলাতেই এমন করা হয়?”
বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পেছনে প্রশ্ন উঠেছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজের পিচ নিয়েও। বিসিবি সভাপতির পাল্টা প্রশ্ন, “নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে যে সিরিজটা জিতলাম এটা হারলে কার লাভটা হতো? এইযে পিচ নিয়ে এত হুলুস্থুল লাগাইলো, কেনো? আমাকে একটা লজিক দেখান যে এইজন্য! এই সিরিজ দুটো জেতার কারণেই বাংলাদেশ আগামী বিশ্বকাপে সরাসরি অংশ নেবে, আমাদের আর কোয়ালিফাইং রাউন্ড খেলতে হবে না। এই জিনিসটা কেউ বলে না কেনো? আমি যদি জানি আমি সরাসরি যেতে পারব তাহলে কোন দেশ আছে যে চাইবে না তার দেশ জিতুক?”
বিসিবি সভাপতি আরও যোগ করেন, “তারা বলে বিশ্বকাপ জেনেও কেনো এমন পিচ! আইসিসির কোন পিচটা ছিল পেস বা বাউন্সি? ওমান, আবুধাবির পিচ তো আমাদের মতো। তাহলে আমি সেটা জেনেশুনে কেনো পেসবান্ধব, বাউন্সি উইকেটে খেলাবো?”
![](https://kcs3.eu-west-1.klovercloud.com/allrounderbd-live-ailkxhbi/2021/12/WhatsApp-Image-2021-11-19-at-5.52.34-PM-1.jpeg)
পাপন তার বক্তব্যে এনেছেন ভারত এবং এজাজ প্যাটেলকেও, “এই যে এজাজ প্যাটেল দশ উইকেট নিলো, তাই বলে কি সবাই গালি দিচ্ছে ভারতকে? কই ওদের দেশে তো কেউ বলে না ইন্ডিয়ান ক্রিকেটকে ধ্বংস করে দিলো ওদের বোর্ড? আমাদের বেলায় এই জিনিসটা কেনো?”
বিশ্বকাপ শেষ হতেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। নিয়মিত খেলোয়াড়দের ছাড়াই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে খেলেছে টাইগাররা, একঝাঁক তরুণদের নিয়ে। দল হারুক কিংবা জিতুক, পাপন খুশি টাইগারদের পারফরম্যান্সে। কিন্তু, এখানেও আছে তার প্রশ্ন লুকিয়ে।
“রেগুলার প্লেয়ার মুশফিক, সাকিব, তামিম, লিটন, সৌম্য, মুস্তাফিজদের বাদ দিয়ে একটা নতুন দলকে নামানো হইলো এই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। যেভাবে খেলেছে তারা আমার মনটা ভরে গেছে। বিশ্বকাপের চেয়েও তারা ভালো খেলেছে। এই কৃতিত্বটা তো তাদের দিতে হবে।”
“আশ্চর্য কেউই তাদের কৃতিত্ব দিলো না। এদের তো কেউ সাপোর্টই করেন না। আপনারা তো চান তামিম, সাকিব, মুশফিক, রিয়াদরাই ভালো খেলুক। কেউ তো ‘বি’ টিম, ‘সি’ টিম বললেন না। কোনো মিডিয়াকেও দেখলাম না। অন্যদের বেলায় তো কয়েকজন না আসলেই বলেন ‘বি’ টিম? বাংলাদেশের যারা খেললো এরা কি টিম, সেটা তো কেউ বললেন না?”
সোশ্যাল মিডিয়াতে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন, অনেকেই আছেন যারা বিভিন্ন টক শো তে গিয়েও তুলেন প্রশ্ন। তাদের প্রত্যেককেই টাইগারদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন নাজমুল হাসান পাপন।