৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

আবারো ৩৬ ভারতের!

- Advertisement -

বক্সিং ডে টেস্টে থাকে বড়দিনের আবহ। থাকে লড়াইয়ের অন্যরকম ঝাঁঝ। তাইতো এমসিজির সবুজ গালিচা ক্রিকেটীয় আগুনে উত্তাপ। প্রথম দিনই অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে ভারতও নামলো ব্যাটিংয়ে। এমসিজিতে পড়লো ১১ উইকেট। দিন শেষে ভারতের আবারো ৩৬। তবে আছে এখনো নয় উইকেট। ১৫৯ রানে পিছিয়ে ভারত।

টস জয়ী অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে। অস্ট্রেলিয়াকে চেপে ধরতে উইকেট তুলতে হবে দ্রুত। কাজটা ঠিকঠাক করলেন ভারতীয় বোলাররা। শুরুটা করলেন বুমরাহ। অজিদের ওপেনিং জুটি ভাগাভাগি করে নিলেন বুমরাহ-অশ্বিন।

ভারতীয় বোলারদের কিছুটা ভুগিয়েছে তিন নাম্বারে নামা লাবুশেন। একাই খেলেছেন ২২ ওভার, করেছেন ৪৮ রান। যা কিনা ইনিংস সর্বোচ্চ। লাবুশেন ফিরতেই আবার বেরিয়ে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের কঙ্কাল। ৩০ রানে ৪ উইকেট হারিয়ে স্কোর তখন ৮ উইকেটে ১৬৪।

চা বিরতির পর ইনিংস টেনেছেন বোলাররা। তৃতীয় সেশনে ৫৯ রান তুলতে গিয়ে শেষ ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। নাথান লায়নের ২০ রানেও অস্ট্রেলিয়া পার হতে পারেনি দু’শোও। ১৯৫ তেই থেমেছে অজিদের ইনিংস। বুমরাহ’র চার আর অশ্বিনের জমা তিন উইকেট। অভিষিক্ত পেসার মোহাম্মদ সিরাজ নিয়েছেন দুই উইকেট।

শেষ বিকেলে মায়াঙ্ক আগারওয়ালের আউটে কিছুটা হতাশা ছড়িয়েছে ভারতীয় শিবিরে। তবে অভিষিক্ত শুভমান গিল আস্থার প্রতিদান দেয়ার আভাস দিয়ে রেখেছেন। অপরাজিত আছেন ২৮ রানে। পুজারা আছেন ৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া- প্রথম ইনিংস ১৯৫ ( লাবুশেন ৪৮, হেড ৩৮) বুমরাহ ৪/৫৬, অশ্বিন ৩/৩৫

ভারত- প্রথম ইনিংস ৩৬/১ ( গিল ২৮*, পুজারা ৭*) স্টার্ক ১/২৪

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img