ভারত-ইংল্যান্ড নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইংলিশ ব্যাটসম্যান শার্লট ডিনকে ভারতীয় বোলার দিপ্তী শর্মার করা ম্যানকাডিং আউট নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার সেই বিতর্কে জড়িয়ে সমর্থকদের রোষানলে পড়লেন সাবেক পাকিস্তানী ক্রিকেটার মোহাম্মদ আসিফ।

৩৪ বলে প্রয়োজন ১৭ রান, পিচে ব্যাটিং করছেন সর্বশেষ দুই ব্যাটসম্যান এমন পরিস্থিতেতে নন স্ট্রাইকে থাকা ডিনকে ম্যানকাডিংয়ের ফাঁদে ফেলেন দিপ্তী। তারপর থেকেই ক্রিকেট দুনিয়া যেন ভাগ হয়ে গেছে দুই ভাগে। সাবেক ক্রিকেটার থেকে বর্তমান ক্রিকেটার সবাই নিজেদের মতামত জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
We can see it clearly there is no intention of bowling the ball, she is looking towards non striker batter to cheat him.
This is very unfair & terrible act worst spirit 🙏#mankading #mankad #Cheater#INDvsENG pic.twitter.com/SQCLYN3P7h— Muhammad Asif (@MuhammadAsif26_) September 24, 2022
সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফ তার টুইটে লিখেন, “ছবিতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, তার বোলিং করার কোনো ইচ্ছাই ছিলো না। তার মনোযোগ ছিলো নন স্ট্রাইকার ব্যাটসম্যানের সাথে প্রতারণা করার। এটা অন্যায় এবং ক্রিকেটীয় নৈতিকতা বিরোধী।’’
আসিফের এই পোস্ট যেন তার জন্য শাপে বর হয়েছে। এই পোস্টটি করার পর থেকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান রকম সামালোচনা এবং ট্রল। ভারতীয় এক সমর্থক তাঁর টুইটারে পোস্ট করেন, “মিঃ আসিফ যিনি কিনা নিজে ফিক্সিং করেছেন, তিনি বলছেন প্রতারণার কথা, ব্যাপারটা সত্যি হাস্যকর।’’
আরেকজন লিখেন, “আসিফ ভাই, আপনার মনে রাখা উচিত স্পট ফিক্সিংয়ের জন্য আপনি নিষিদ্ধ হয়েছেন। তাই ক্রিকেট নিয়ে নৈতিক কথা আপনার মুখে মানায় না।’’