সদ্যই শেষ হয়েছে আইপিএল ২০২২ এর মেগা নিলাম। নিলামে দল পেয়ে অনেক ক্রিকেটারের ভাগ্য বদলে গেছে, অনেকের বদলে গেছে দলের ঠিকানা। ২০১৭ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা পেসার আবেশ খানকে এবার দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। চড়া দামে লক্ষ্ণৌতে গেলেও দিল্লি শেষ পর্যন্ত চেষ্টা করেছিল তাঁকে দলে রাখতে। তবে সফল হয়নি। পুরনো সতীর্থকে হারিয়ে দিল্লির অধিনায়ক রিশভ পান্থের মন তাই দুঃখ ভারাক্রান্ত। নিলাম শেষে নাকি আবেশকে জড়িয়ে ধরে দলে না নিতে পারার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
“নিলামের পরে রিশভের সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে জড়িয়ে ধরে বলেছে, দুঃখিত তোমাকে আমরা দলে নিতে পারলাম না”- বলছিলেন আবেশ
পুরনো খেলোয়াড় আবেশকে ধরে দিল্লিও নিলামে ৮.৭৫ কোটি রুপি দাম হাঁকিয়েছিল। তবে, শেষ মুহূর্তে ১০ কোটি রুপিতে তাঁকে কিনে নেয় লক্ষ্ণৌ। ৪ বছরের আইপিএলে ক্যারিয়ারে পুরোটা সময়ই আবেশ খেলেছেন দিল্লির হয়েই।
রিশভের সাথে আবেশের সম্পর্ক অবশ্য আরও আগে থেকেই। অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন একই সাথে। তাই বন্ধুকে ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে গিয়ে মন কাঁদছে আবেশ খানেরও। রিশভ এবং দিল্লির সাথে কাটানো স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, “আমি আর রিশভ একসাথে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছি। খেলা শেষে আমরা একসাথে বসে আড্ডা দিয়েছি। ওর সাথে আমার অনেক ইমোশনাল মুহূর্ত আছে। দিল্লির সবাইকে অনেক মিস করব।”