১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

দুই মাদ্রিদের আলাদা লড়াই, দুই নীল নামবে ইংল্যান্ডে

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগ সবসময়ই অনেক বেশি প্রতিদ্বন্দীতাপূর্ণ, সেই ঝাঁজ এবার যেন আরও একটু বেশি। শনিবার,গেইমউইক পঁচিশে ম্যাচ। বিগ ম্যাচ ডে, অ্যানফিল্ডে মার্সি সাইড ডার্বিতে লিভারপুলের মুখোমুখি হবে এভারটন।

টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে তিন ধাপ নিচে নেমে ষষ্ঠ স্থানে লিভারপুল। অল রেডদের ঘাড়েই শ্বাস ফেলছে এক ম্যাচ কম খেলা এভারটন, দুই দলের পয়েন্ট ব্যবধান তিন। সব রকমের কম্পিটিশন মিলিয়ে এভারটনের সাথে শেষ তেইশ দেখায় অপরাজিত অলরেডস। লিভারপুলের ইতিহাসে কোনো দলের বিপক্ষে এটিই সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ড। অন্যদিকে, আরো এক রেকর্ডের দাবিদার মার্সি সাইডের এই দুই দল। এ পর্যন্ত লিগের সর্বোচ্চ সংখ্যক ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল-এভারটন লড়াই!!

চ্যাম্পিয়নস লিগের আশাব্যঞ্জক পারফরম্যান্স আজকে অনেকটাই উজ্জীবিত করে তুলতে পারে সালাহ, ফিরমিনোদের।  অন্যদিকে, অ্যাটাক নির্ভর এভারটনে ইনজুরি কাটিয়ে আজ ফিরবেন কালভার্ট লুইন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের আগেই মাঠে নামবে চেলসি, প্রতিপক্ষ সাউথহ্যাম্পটন। কোচ তুখেলের প্রত্যাবর্তনে নতুন ফরমেশনে খেলছে চেলসি। মিডফিল্ড এবং ডিফেন্স ফিক্সড রেখে অ্যাটাকে আনা হয়েছে পরিবর্তন। অন্যদিকে, লিগে টানা ছয় ম্যাচ হেরে টেবিলের তেরোতে থাকা সাউথহ্যাম্পটনের মান বাঁচানোর লড়াই হবে আজ ব্লুদের বিপক্ষে। ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায়।

লা লিগা টেবিল লিড দেওয়া দুই দল আতলেতিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ আজ খেলতে নামবে দুটি ভিন্ন ম্যাচে। আতলেতিকোর ম্যাচ লেভান্তের বিপক্ষে, রাত ৯:১৫ মিনিটে। অন্যদিকে, তাদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল খেলতে যাবে ভায়াদোলিদের মাঠে। চ্যাম্পিয়নস লিগে আটালান্টার বিপক্ষের ম্যাচকে সামনে রেখে আজ দলের সেরা খেলোয়াড়দেরকে স্কোয়াডে রাখেন নি জিনেদিন জিদান। রিয়ালের ভক্ত হলে এবং খেলাটা দেখতে চাইলে, আপনাকে একটু বেশি রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে কেননা ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

বুন্দেসলিগায় শেষ ম্যাচে তলানির দল আর্মিনিয়ার সাথে ৩-৩ গোলের ড্র করে আসা বায়ার্ন মিউনিখ আজ খেলবে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে রাত সাড়ে আটটায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img