শোয়েব আখতারের শহর রাওয়ালপিন্ডি, সিরিজের দ্বিতীয় টেস্টে পিন্ডিতেই মুখোমুখি হয়েছিল পাকিস্তান-সাউথ আফ্রিকা। পুরো টেস্টে গতির ঝড় দেখিয়েছেন পেসাররা, স্পিনাররাও পেয়েছন উইকেট। কখনো হাসান আলী, কখনো শাহীন আফ্রিদি কিংবা সাউথ আফ্রিকার রাবাদা, নরকিয়া। টেস্ট ক্রিকেটে সৌন্দর্য যদি পেস বোলিং তবে আপনি পিন্ডি টেস্টকে বলতে দ্য বিউটিফুল টেস্ট।
ছাই থেকে নাকি নায়কের জন্ম হয়, হাসান আলী তার এই সিরিজের আগে শেষ টেস্ট খেলেছিলেন ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বছর দুইয়ের বিরতি শেষে সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই সাদা পোশাকে ক্রিকেটে ফিরলেন। প্রথম টেস্টে নিয়েছিল কেবল দুই উইকেট, রাওয়ালপিন্ডি টেস্টে দশ, সেই দশ উইকেটের পাঁচটাই আবার বোল্ড। হয়েছেন ম্যাচসেরা।
জয়ীদের নিয়ে লেখা হয় ইতিহাস, তাইতো মাকরাম, নরকিয়া, লিন্ডেরা পারফর্ম করেও পড়ে থাকবেন আঁড়ালে। কারণ জয়ী দলটার নাম যে পাকিস্তান, পরাজিত সাউথ আফ্রিকা। পিন্ডিতে দুর্দান্ত টেস্টে পাকিস্তানের দুর্দান্ত জয়, ব্যবধান ৯৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
সাউথ আফ্রিকা (১ম ইনিংস): ২০১
পাকিস্তান (প্রথম ইনিংস): ২৭২
পাকিস্তান (২য় ইনিংস): ২৯৮
সাউথ আফ্রিকা (২য় ইনিংস): ২৭৪ (মার্করাম ১০৮, ডাসেন ৪৮, আফ্রিদি ২১-৬-৫১-৪, হাসান ১৬-২-৬০-৫, ইয়াসির ২৩.৪-৫-৫৬-১)।
ফলাফল: পাকিস্তান ৯৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: হাসান আলি
ম্যান অব দা সিরিজ: মোহাম্মদ রিজওয়ান